ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

Motobad news

রাজশাহী মেডিকেল কলেজে আরও ১০ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজে আরও ১০ জনের মৃত্যু
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। এ নিয়ে চলতি মাসের ১৭ দিনে (১ জুন থেকে ১৭ জুন) এ হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন ১৭১ জন।

এর মধ্যে ৯৬ জনই মারা গেছেন করোনা শনাক্ত হওয়ার পর। বাকিরা উপসর্গ নিয়ে মারা যান। রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, নতুন মৃতদের তিনজন করোনা পজিটিভ ছিলেন (রাজশাহী ১, চাঁপাইনবাবগঞ্জ ১ ও নওগাঁ ১) জন। বাকিরা (রাজশাহী ৬, নাটোর ১) করোনার উপসর্গে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এদের মধ্যে সাতজন পুরুষ ও তিনজন নারী। মৃতদের মধ্যে রাজশাহীর সাতজন চাঁপাইনবাবগঞ্জের একজন, নাটোরের একজন ও নওগাঁর একজন রয়েছেন। এছাড়া মৃতদের মধ্যে ৪১ থেকে ৫০ বছর বয়সী একজন, ৫১ থেকে ৬০ বছর বয়সী চারজন ও ৬১ প্লাস বছর বয়সী পাঁচজন।

শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৪৪ জন। এর মধ্যে রাজশাহীর ২৬, চাঁপাইনবাবগঞ্জের ৭, নাটোরের ৪, নওগাঁ ৪, মেহেরপুর ১ ও চুয়াডাঙ্গার ১ জন। একই সময় সুস্থ হয়েছে হাসপাতাল ছেড়েছেন ৩১ জন।

তিনি বলেন, আজ বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত এ হাসপাতালের ২৭৩ বেডের বিপরীতে করোনা ও উপসর্গের রোগী ভর্তি রয়েছেন ৩৫৮ জন। অতিরিক্ত বেডের ব্যবস্থা করে অতিরিক্ত রোগিদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে রাজশাহীর ১৯৯ জন, চাঁপাইনবাবগঞ্জের ৯৮, নাটোরের ২৪, নওগাঁর ২৪, পাবনার ৪, কুষ্টিয়ার ৪, সিরাজগঞ্জ চুয়াডাঙ্গার ২ ও অন্যান্য ৩ জন।

রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, সোমবার রাজশাহীর দুইটি ল্যাবে চার জেলার মোট ৫৫৭ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে করোনা পজিটিভ এসেছে ১৯৩ জনের। বুধবার রাতে প্রকাশিত দু’টি পিসিআর ল্যাবের নমুনার ফলাফলে দেখা যায়, রাজশাহী শনাক্তের হার ৪১ দশমিক ৫০ শতাংশ। চাঁপাইনবাবগঞ্জে শনাক্তের হার ১৭ দশমিক ৪৫ শতাংশ। নাটোরের ১২ দশমিক ৫০ শতাংশ।

উল্লেখ্য, করোনা ও উপসর্গে গত ১ জুন সাত, ২ জুন সাত, ৩ জুন নয়, ৪ জুন ১৬, ৫ জুন আট, ৬ জুন ছয়, ৭ জুন ১১, ৮ জুন আট, ৯ জুন আট, ১০ জুন ১২, ১১ জুন ১৫, ১২ জুন চার, ১৩ জুন ১৩, ১৪ জুন ১২, ১৫ জুন ১২, ১৬ জুন ১৩ ও ১৭ জুন ১০ জন মারা যান।


এমইউআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন