দৌলতখানে ছাত্রদল কর্মীকে পিটিয়ে আহত


ভোলার দৌলতখানে মহিন নামে ছাত্রদলের এক কর্মীকে পিটিয়ে আহত করেছে ছাত্রলীগের কর্মীরা। আহত মহিন দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
বুধবার দুপুর দেড়টার দিকে দৌলতখান সরকারি আবু আবদুল্লা কলেজে এ ঘটনা ঘটে। আহত ছাত্রদল কর্মী জানায়, চলতি এইচএসসি পরীক্ষার কৃষি বিষয়ের প্রাকটিক্যাল পরীক্ষা শেষে ফেরার পথে কলেজ ক্যাম্পাসে পৌর ছাত্রলীগের কর্মীরা তার ওপর হামলা চালায়।
এসময় ছাত্রলীগের কর্মীরা 'তুই বিএনপি করিস' একথা বলেই লাঠিসোটা দিয়ে এলোপাতাড়ি পিটাতে থাকে। এতে গুরুতর আহত হলে কলেজের সাধারণ শিক্ষার্থীরা উদ্ধার করে আমাকে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহত মুহিন চরখলিফা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সফিউল্লাহর ছেলে ও ৯ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি।
এইচকেআর
