গবেষণার সংস্কৃতি আমাদের দেশে প্রায় অনুপস্থিত
গতকাল বৃহস্পতিবার বিশ্বজুড়ে উদযাপিত হলো আন্তর্জাতিক দিবস। এ দিবসে শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব নিয়ে মতবাদের সঙ্গে কথা বলেছেন বরিশাল বিএম কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষক নাসির উদ্দিন মিঞা। সাক্ষাৎকার নিয়েছেন আমাদের বিএম কলেজ সংবাদদাতা জুনায়েদ সিদ্দিকী।
মতবাদ: পালিত হলো আন্তর্জাতিক শিক্ষক দিবস। এ দিবস পালনের উদ্দেশ্য কতটা বাস্তবায়ন হয়েছে?
নাসির উদ্দিন মিঞা: শিক্ষক দিবসটি সবার জন্য বেশ গৌরবের। তবে আমাদের দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে গবেষণার সংস্কৃতি বেশি নেই। প্রাথমিক বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রত্যেক শিক্ষকের উচিত তাদের নিজ নিজ ক্ষেত্রে মৌলিক গবেষণার দিকে বেশি মনোযোগী হওয়া। শিক্ষকদের পাশাপাশি শিক্ষার্থীদেরও এ কাজে সম্পৃক্ত করতে হবে। যাতে ছাত্র অবস্থায় তাদের মধ্যে গবেষণার চর্চা শুরু হয়ে যায়। যেন সবচেয়ে মেধাবীরা শিক্ষকতা পেশার দিকে আকৃষ্ট হন।
মতবাদ: শিক্ষকদের মানুষ গড়ার কারিগর বলা হয়। শিক্ষকরা কি কাক্সিক্ষত আলোকিত মানুষ গড়তে পারছেন?
নাসির উদ্দিন মিঞা: অনেক কারণেই আলোকিত মানুষ গড়ার কাজ পুরোপুরি বাস্তবায়ন করা সম্ভব হয়নি। শিক্ষার্থীদের আমরা কর্মক্ষেত্রের উপযোগী করে গড়ে তুলতে পারিনি। তবে আব্দুল্লাহ আবু সাইয়ীদের মতো আরো কয়েকজন শিক্ষক আলোকিত মানুষ গড়ার প্রাণান্ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই বিবেচনায় শিক্ষকরা অবশ্যই আলোকিত মানুষ গড়ায় নেতৃত্ব দিতে পারছেন।
মতবাদ : আপনার শিক্ষক জীবনের প্রত্যাশা-প্রাপ্তির হিসেব কেমন?
নাসির উদ্দিন মিঞা: শিক্ষক হিসেবে আমার সব সময় প্রত্যাশা থাকে যেন একটি সুন্দর সমাজ উপহার দিতে পারি। একটি সুন্দর দেশ গঠনে যাতে শিক্ষকদের প্রত্যক্ষভাবে অবদান থাকে। একই সাথে দেশ গঠন এবং বিশ্ব বিনির্মাণে সরাসরি অবদান রাখাটা শিক্ষকদের জন্য সবথেকে বড় প্রত্যাশার জায়গা। ব্যক্তিগতভাবে আমাদের কিছু প্রত্যাশা থাকে, যার মধ্যে অন্যতম হলো সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা করা। অর্থনৈতিক সুবিধাসহ অন্যান্য সামাজিক সেক্টরে শিক্ষকদের সুযোগ-সুবিধা নিশ্চিত করা।
মতবাদ: শিক্ষক হিসেবে ব্যক্তিগতভাবে আপনার স্বপ্ন ও প্রাপ্তি কতখানি?
নাসির উদ্দিন মিঞা: প্রত্যেকের মত আমারও কিছু স্বপ্ন আছে। আমি সব সময় স্বপ্ন দেখি শিক্ষক তিনিই হবেন, যিনি সরাসরি মৌলিক গবেষণার সাথে সম্পৃক্ত হবেন। সরকারের বিভিন্ন ক্ষেত্রে শিক্ষকরা সুচিন্তিত মতামত দিয়ে অবদান রাখবেন। অর্থাৎ মেধাবীদের সবক্ষেত্রে অংশগ্রহণের সুযোগ থাকলে দেশ আরো সমৃদ্ধ হবে।
মতবাদ: আপনাকে ধন্যবাদ
নাসির উদ্দিন মিঞা: আপনাকেও ধন্যবাদ।
এইচকেআর