ঢাকা মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

Motobad news
শিরোনাম

ঝালকাঠিতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্ট শুরু

 ঝালকাঠিতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্ট শুরু
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ঝালকাঠিতে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টের শুরু হয়েছে। মঙ্গবার সকালে ১১ টায় বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর স্টেডিয়াম বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম। উদ্বোধনী ম্যাচে বঙ্গবন্ধু গোল্ডকাপ বালক কাঁঠালিয়া দল ২-১ গোলের ব্যাবধানে নলছিটি উপজেলা দলকে পরাজিত করে বিজয়ী হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আল মামুন খান ধলু, পৌর প্যানেল মেয়র তরুন কর্মকারসহ জনপ্রতিনিধি, ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসনের আয়োজিত টুর্নামেন্টে ঝালকাঠির চার উপজেলার ১০টি দল অংশ নিচ্ছে। 
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ