জনগনের শক্তিই নৌকার শক্তি : এমপি মুকুল


প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলী আজম মুকুল এমপি বলেছেন, জনগণ ভোটের মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়েছে। জনগনের শক্তিই নৌকার শক্তি। সরকার জনগনের কাছে দায়বদ্ধ; অন্য কারো কাছে নয়।
শনিবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলার ভবানীপুর ইউনিয়নের উপকারভোগী জেলেদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এমপি মুকুল বলেন, দেশের সব দরিদ্র মানুষকে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় আনা হয়েছে। দৌলতখানের মানুষের প্রাণের দাবী ছিল মেঘনার নদীর ভাঙন রোধ করা। আমি চেষ্টা করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেঘনার ভাঙন রোধে সিসি ব্লক স্থাপন ও টেকসই বেড়িবাঁধ নির্মাণ করে দিয়েছেন।
ভবানীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওলাদ হোসেন'র সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ মনজুর আলম খান, উপজেলা মৎস্য অফিসার মাহফুজুল হাসনাইন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাফিজল ইসলাম, যুব ও ক্রিয়া সম্পাদক এহছাদুল হক হান্নানসহ উপজেলা আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মী ও উপকারভোগী জেলেরা উপস্থিত ছিলেন।
এইচকেআর
