ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

Motobad news
শিরোনাম
  • সংস্কারের প্রভাবে বেহাল ববির কেন্দ্রীয় মাঠ, শিক্ষার্থীদের ক্ষোভ টি-টোয়েন্টি দল থেকে বাদ শান্ত, ফিরলেন সাইফউদ্দিন বরিশালসহ চার বিভাগের অধিকাংশ স্থানে হতে পারে ভারী বৃষ্টি বিএম কলেজে ‘উত্তরণ’ সাংস্কৃতিক সংগঠনের জ্যৈষ্ঠ উৎসব  জঙ্গি গোষ্ঠী আইএসের জন্য অর্থ সংগ্রহ করত মালয়েশিয়ায় আটক বাংলাদেশিরা ডেঙ্গুর পাশাপাশি বাড়ছে করোনা, স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ ‘৬ মাসে সড়ক দুর্ঘটনায় প্রা*ণ গেল ২ হাজার ৭৭৮ জনের’ দলের কেউ অপরাধ করলেই ব্যবস্থা নেবে বিএনপি: রিজভী বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে করোনা পরীক্ষার ফি পুনর্নির্ধারণ ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করুন: জাতিসংঘ বিশেষজ্ঞ
  • চরফ্যাশনে বিএনপির অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানসহ দোকান ভাঙচুর, তিন শিশু শিক্ষার্থী আহত

     চরফ্যাশনে বিএনপির অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানসহ দোকান ভাঙচুর, তিন শিশু শিক্ষার্থী আহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঢাকায় বিএনপির মহাসমাবেশে অংশ নেওয়ায় ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা বাজারে যুবদলের অফিস ও ক্যাডেট স্কুল সহ ব্যবসা প্রতিষ্ঠানে  হামলা চালিয়ে ভাঙচুর ও মারধর করেছে আওয়ামী লীগ সমর্থকরা। হামলা কারিরা বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুরসহ লুটপাট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। 

    এই সময় তিন শিশু শিক্ষাথী আহত হয়েছে। এরা হল ষষ্ঠ শ্রেনীর শিক্ষার্থী  আছসাইফ, পঞ্চম শ্রেনির শোহান, চতুর্থ শ্রেণির সেলিম। এছাড়াও হামলাকারীদের ভয় দক্ষিণ আইচা ক্যাডেট স্কুল এন্ড কলেজর প্রায় ৭০ জন শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে ওই সময়।
    থানা পুলিশ ও বিএনপি সুত্র মতে, গত  ২৯ অক্টোবর রোববার সন্ধ্যার পর আওয়ামী লীগসহ এর অংগসংগঠনের নেতাকর্মীরা দক্ষিণ আইচা বাজারে  চরমানিকা ইউনিয়ন আওয়ামী লীগের শান্তি সমাবেশ শেষে ঝটিকা মিছিল বের করে। 

    এসময় মিছিলকারীরা থানা যুবদলের অফিস সহ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ও দক্ষিণ আইচা ক্যাডেট স্কুল এন্ড কলেজর ক্লাস রুমের একটি টিনের বেড়া, প্রায় ১০ টি বেঞ্চ, এবং বিএনপির সমর্থক জুতা ব্যবসায়ী সোহাগের দোকানের একটি গ্লাস এবং ইলেকট্রনিকস ব্যবসায়ী সালাউদ্দিনের দোকানের একটি গ্লাস , দক্ষিণ আইচা বাসস্ট্যান্ডের মুরগি ব্যবসায়ী ইয়াছিনের দোকানের টিন সেটের বেড়া ভাঙচুর করেছে আওয়ামী লীগ সমর্থকরা।

    এ সময় মুরগী ব্যবসায়ী ইয়াছিনের ছেলে মিশর, ও ক্যাডেট স্কুলের ৩ জন শিক্ষার্থী মারধরে আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসক দ্বারা চিকিৎসা সেবা দিয়ে বাড়িতে পাঠানো হয়।

    দক্ষিণ আইচা থানা যুবদলের সভাপতি ইকবাল হাওলাদার এসব বিষয়ে নিশ্চিত করে জানান, যুবদলের অফিসের প্রায় ১২০ চেয়ার, ২ টি টেবিল সহ পুরো অফিসটি ভাংচুর করে হামলাকারীরা।

    দক্ষিণ আইচা ক্যাডেট স্কুলের অধ্যক্ষ রিয়াজ উদ্দিন জানান, হামলাকারীদের হামলায় আমার শিক্ষা প্রতিষ্ঠানের ১০ বেঞ্চ, দরজা-জানালা এবং ষষ্ঠ শ্রেনির আছসাইফ, পঞ্চম শ্রেনীর শিক্ষার্থী শোহান, চতুর্থ শ্রেনীর সেলিম আহত হন। এছাড়াও হামলাকারীদের ভয় প্রায় ৭০ জন শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে ওই সময়।


    এ বিষয়ে চরমানিকা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রব মিয়া ও সাধারণ সম্পাদক সোহাগ আখনকে মোবাইল ফোনে না পাওয়ায় বক্তব্য জানা যায়নি। তবে চরমানিকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক আওয়ামী লীগের সভাপতি শফিউল্লাহ হাওলাদার বলেন, সারাদেশের ন্যায় রোববার সন্ধ্যায় চরমানিকা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে শান্তি সমাবেশ পালিত হলে আমি বাড়িতে চলে আসি।  এরপর দক্ষিণ আইচা বাজারে কি ঘটনা ঘটছে তা আমার জানা নাই।  

    চর মানিকা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোগাগ আখন বলেন, এ ধরনের কোন ঘটনাই ঘটেনি। 

    দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ(ওসি) মোসাঈদ আহমেদ জানান, ঘটনার সাথে সাথে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে, এখন পর্যন্ত এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ দেয়নি, অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ