চরফ্যাশনে জাতীয় যুব দিবস উদযাপন


স্মার্ট যুব,স্মার্ট দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এই স্লোগানকে সমানে রেখে ভোলার চরফ্যাশানে জাতীয় যুব দিবস ২০২৩ উপলক্ষে আলোচনা সভা, র্যালি ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে এক র্যালী বের হয়। র্যালীটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এস আলোচনা সভা মিলিত হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নওরীন হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন আখম।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তুষার কান্তি দের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইউসুফ হেসেন ইমন,ইয়ুথ পাওয়ার ইন বাংলাদেশর চরফ্যাশন শাখার সভাপতি মনির আসলামী,জেনিক যুব স্পোর্টস একাডেমির সভাপতি সাইফুল ইসলাম।
এছাড়াও সামাজিক সেচ্ছাসেবী সংগঠন তারুণ্যের নবযাত্রা প্লাটফর্মের সভাপতি ইশরাত জাহান,বাংলাদেশ যুব রেড ক্রিসেন্ট সোসাইটি চরফ্যাশন উপজেলার টিম রক্তদান বিভাগীয় প্রধান মাহাবুব আলম আপন, চরফ্যাশন যুব স্পোর্টস একাডেমির সভাপতি সাদিয়া ইসলাম প্রমুখ।
এসময় বক্তরা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুবকদেরকে চাকুরী দিকে না ঝুঁকে কর্মসংস্থান সৃষ্টি করার জন্যে ঘোষণা দিয়েছেন। আওয়ামীলীগ সরকার যুব কর্মসংস্থানের জন্যে যুবকদেরকে সকল সুযোগ সুবিধা দিয়েই চলছে। আগামী অর্থাৎ ২০২৪সালে আওয়ামীলীগ আবার ক্ষমতায় আসলে যুবক নারী পুরুষদেরকে কর্মমূখী করার জন্যে পদক্ষেপ গ্রহণ করা হবে। যুবক নারী পুরুষকে প্রশিক্ষণ মাধ্যমে দক্ষ মানব সম্পদে পরিনত করার আহবান করা হয়।
এইচকেআর
