ঢাকা মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫

Motobad news

দৌলতখানে ৫২তম জাতীয়  সমবায় দিবস পালিত 

দৌলতখানে ৫২তম জাতীয়  সমবায় দিবস পালিত 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

"সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট  হবে বাংলাদেশ " এ প্রতিপাদ্যে ভোলার দৌলতখানে ৫২তম  জাতীয় সমবায় দিবস-২৩ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার ( ৪ নভেম্বর)  সকাল ১০ টায় উপজেলা  প্রশাসন ও  সমবায় বিভাগের উদ্যাগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। 

শোভাযাত্রাটি পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে  উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।  পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  উপজেলা  নির্বাহী কর্মকর্তা পাঠান মো. সাইদুজ্জামানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন,  উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছিদ্দিক মিয়া,  থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  সত্য রঞ্জন খাসকেল,  উপজেলা  সমবায় অফিসার আব্দুল  হাদী প্রমুখ। 

এসময় উপজেলা  সমবায় কার্যালয়ের সহকারী  পরিদর্শক আলাউদ্দিন, জহির রায়হান, অফিস সহকারী  আব্দুল  মালেকসহ বিভিন্ন  সমবায় সমিতির  সদস্যরা উপস্থিত ছিলেন। 


 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন