ভোলা-২ আসনে আলী আজম মুকুল মনোনয়ন পাওয়ায় দৌলতখানে আনন্দ মিছিল


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় দৌলতখানে আনন্দ মিছিল মিছিল করেছে দলীয় নেতাকর্মীরা।
রোববার সন্ধ্যার পর ভবানীপুর ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেনের নেতৃত্বে আনন্দ মিছিলটি দৌলতখান পৌরশহর প্রদক্ষিণ করে।
মিছিলে দৌলতখান উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন। আলী আজম মুকুল এমপিকে তৃতীয়বারের মতো মনোনয়ন দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে মিছিলে নেতাকর্মীদের শ্লোগানে শ্লোগানে মুখরিত হয় গোটা পৌরশহর।
এইচকেআর
