ঢাকা মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫

Motobad news

ভোলায় অটোরিকশাচাপায় শিশু নিহত

ভোলায় অটোরিকশাচাপায় শিশু নিহত
শিশু তানিশা। ছবি : সংগৃহীত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ভোলায় সড়ক পারাপারের সময় অটোরিকশাচাপায় তানিশা নামের সাত বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। তানিশা উপজেলার ইলিশা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইব্রাহীমের মেয়ে।

আজ সোমবার সকালে ভোলা-লক্ষ্মীপুর মহাসড়কের পরানগঞ্জ বাজারের উত্তর পাশের কারিমিয়া মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে অটোরিকশাসহ চালককে আটক করেন।


ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন মিঞা জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে শিশুটিকে চাপা দেয়া অটোরিকশাটিসহ চালককে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ ছাড়াও নিহতের লাশ পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন