ভোলার উপকূলে আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে নেমেছে কোস্ট গার্ড


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে উপকূলীয় এলাকা বিশেষ করে দূর্গম চরাঞ্চলের আইন শৃংখলা রক্ষায় মাঠে নেমেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
অন্যান্য বাহিনীর মতো কোস্ট গার্ডও নির্বাচনের আগে এবং পরে স্ট্রাইকিং ফোর্স হিসাবে ভোলা জেলার ৪টি সংসদীয় আসনের ১০টি ইউনিয়নের আইন শৃংখলা নিয়ন্ত্রণে কাজ করবে। এর অংশ হিসাবে কোস্ট গার্ডের সদস্যরা নিয়মিত টহল কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
বালাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের কমান্ডার সঞ্জীব কুমার দে জানিয়েছেন, উপকূলীয় দূর্গম চরাঞ্চলসহ প্রত্যন্ত এলাকায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ সৃষ্টিতে বাংলাদেশ কোস্ট গার্ডের কার্যক্রম অব্যাহত থাকবে।
এইচকেআর
