ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

Motobad news
শিরোনাম
  • জঙ্গি গোষ্ঠী আইএসের জন্য অর্থ সংগ্রহ করত মালয়েশিয়ায় আটক বাংলাদেশিরা ডেঙ্গুর পাশাপাশি বাড়ছে করোনা, স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ ‘৬ মাসে সড়ক দুর্ঘটনায় প্রা*ণ গেল ২ হাজার ৭৭৮ জনের’ দলের কেউ অপরাধ করলেই ব্যবস্থা নেবে বিএনপি: রিজভী বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে করোনা পরীক্ষার ফি পুনর্নির্ধারণ ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করুন: জাতিসংঘ বিশেষজ্ঞ পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন ৪৪তম বিসিএসে বরিশাল বিশ্ববিদ্যালয়ের চমক, সুপারিশপ্রাপ্ত ১৮ জন মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার  নাগরিক উন্নয়ন ফোরামের ‍‍উদ্যোগে কাঁচা রাস্তা মেরামতে বালু প্রদান
  • নতুন বইয়ের ঘ্রাণে মাতোয়ারা মনপুরা দ্বীপের শিক্ষার্থীরা

    নতুন বইয়ের ঘ্রাণে মাতোয়ারা মনপুরা দ্বীপের শিক্ষার্থীরা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজনৈতিক অস্থিরতার মধ্যে প্রতি বছরের মত এবারও বছরের শুরুতে নতুন বইয়ের ঘ্রাণে মাতোয়ারা ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরার হাজার হাজার শিক্ষার্থীরা। এই দ্বীপ উপজেলার ৫৯ টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে স্ব স্ব প্রতিষ্ঠানে পালিত হয় বই উৎসব।

    সোমবার সকাল সাড়ে ১০ টায় “বঙ্গবন্ধুর দর্শন প্রাথমিক শিক্ষার উন্নয়ন, শিক্ষা নিয়ে গড়ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দ্বীপের ৪৩ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পৃথকভাবে পালিত হয় বই উৎসব। এছাড়াও একই সময়ে ৮ টি মাধ্যমিক বিদ্যালয়, ২ টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও ৬ টি মাদ্রাসায় পালিত বই উৎসব।

    তবে ঘটা করে বই উৎসব পালিত হয় উপজেলার হাজিরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এতে উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে কোমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন মনপুরা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেলিনা আকতার চৌধুরী।

    বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জহিরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি একেএম শাহজাহান মিয়া, প্রাথমিক শিক্ষা অফিসার সুণীল চন্দ্র দেবনাথ ও স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ ছালাহউদ্দিন।

    এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান, স্কুলের প্রধান শিক্ষক মনোয়ারা বেগম, সহকারি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্ধ।

    এছাড়াও একই সময়ে হাজিরহাট মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে মাধ্যমিকের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন মাধ্যমিক শিক্ষা অফিসার টিপু সুলতান। এছাড়াও মাদ্রাসায় স্ব স্ব প্রতিষ্ঠানের সুপার ও অধ্যক্ষরা নতুন শিক্ষার্থীদের নতুন বই তুলে দেন।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ