ঝালকাঠিতে বিএনপির লিফলেট বিতরণ


একতরফা অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিলের দাবিতে ঝালকাঠিতে লিফলেট বিতরণ করেছে জেলা বিএনপি।
বুধবার দুপুরে ঝালকাঠি শহরের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেন দলের নেতাকর্মীরা। মোড়ে মোড়ে দাঁড়িয়ে পথচারী, ব্যবসাপ্রতিষ্ঠান ও যানবাহনের চালকদের হাতে লিফলেট তুলে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সৈয়দ হোসেন, পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট নাসিমুল হাসান, সাধারণ সম্পাদক আনিসুর রহমান তাপু, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সরদার সাফায়াত হোসেন, জেলা যুব দলের সদস্যসচিব অ্যাডভোকেট আনিসুর রহমান ও যুবদল নেতা অ্যাডভোকেট মুশফিকুর রহমান বাবু।
এইচকেআর
