ঢাকা সোমবার, ১৮ অগাস্ট ২০২৫

Motobad news

ভোলায় গরু চুরির অপরাধে গণপিটুনিতে নিহত ১

ভোলায় গরু চুরির অপরাধে গণপিটুনিতে নিহত ১
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ভোলায় গরু চুরির অপরাধে গণপিটুনিতে আলাউদ্দিন ব্যাপারী (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বিকেলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত আলাউদ্দিন জেলার বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ছলিমউদ্দিন ব্যাপারী বাড়ির ইউনুছ ব্যাপারীর ছেলে।  

স্থানীয়রা জানান, গত ১০ জানুয়ারি রাতে বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আনোয়ার হোসেন নামে এক ব্যক্তির গরু চুরির সময় স্থানীয়রা তাকে হাতেনাতে আটক করে গণপিটুনি দিয়ে আটকে রাখেন। পরদিন ১১ জানুয়ারি সকালে তাকে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়। ১২ জানুয়ারি বিকেলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বোরহানউদ্দিন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আলাউদ্দিন বলেন, এ ঘটনায় আনোয়ার হোসেন থানায় আলাউদ্দিনের বিরুদ্ধে একটি মামলা করেছেন। তার মৃত্যুর বিষয়ে তদন্ত করা হচ্ছে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দেওয়া হয়নি।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন