ঢাকা বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫

Motobad news

সিন্ডিকেট করে চালের বাজার অস্থিতিশীল করলে কঠোর ব্যবস্থা- ভোক্তা ডিজি

সিন্ডিকেট করে চালের বাজার অস্থিতিশীল করলে কঠোর ব্যবস্থা- ভোক্তা ডিজি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

এবার রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে ভোক্তা অধিকার নতুন কৌশলে কাজ করবে বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) এএইচএম শফিকুজ্জামান। তিনি বলেছেন, ‘এবার কোন উৎস্য থেকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঘটানো হচ্ছে, তা অনুসন্ধান করা হবে।
গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় বরিশাল নগরীর ফরিয়াপট্টিতে চাল এবং ভোজ্য তেলের আড়তে অভিযানকালে সাংবাদিকদের এসব কথা বলেন শফিকুজ্জামান।


এসময় চালের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বলেন, ‘চালের মূল্য বৃদ্ধির পেছনে যারা ধানের মূল্য বৃদ্ধিকে দায়ী করছেন, তারা মিথ্যা বলছেন। নতুন মূল্যের ধানের চাল বাজারে আসতে আরও অন্তত দুই মাস সময় লাগবে। মূলতঃ উত্তরবঙ্গের মিল মালিকরা ক্ষুদে বার্তার (এসএমএস) মাধ্যমে চালের বাজার অস্থির করে তোলেন। যেখানেই দাম বেড়েছে সেখানেই আমরা অভিযান পরিচালনা করছি।’


বরিশালের চালের বাজার প্রসঙ্গে ভোক্তা অধিদপ্তরের ডিজি বলেন, ‘বরিশালের আড়তদাররা উত্তরবঙ্গের মিল থেকে যে দরে চাল কিনেছেন সেই দরের সঙ্গে ৫০ পয়সা থেকে ১ টাকা লাভ রেখে বিক্রি করবেন। অথচ এখানে দেখতে পেলাম ট্রাক ভাড়াসহ আনুষাঙ্গিক খরচ না বাড়লেও বরিশালের আড়তে প্রতি কেজি চালের দামে ৪ টাকা ব্যবধান।
তিনি বলেন, ‘বরিশালে আমরা দেখলাম অসংখ্য চালের বস্তা মজুদ করা। এগুলো বর্তমান সময়ের নাকি মূল্য বৃদ্ধির আগেকার মজুদ করা সে বিষয়টি স্থানীয় প্রশাসনকে তদন্ত করে দেখতে বলেছি। তারা তদন্ত করে এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন।


আগামীতে খোলা ভোজ্য তেল উঠিয়ে দিয়ে বোতল এবং প্যাকেটজাত সয়াবিন তেল বাজারজাত করার কথা উল্লেখ করে ভোক্তা অধিকারের মহাপরিচালক বলেন, ‘ব্যারেলে তেলের উৎপাদন, মেয়াদোর্ত্তীণের তারিখ কিছুই থাকে না। ব্যারেলের তেলে ভিটামিন ‘এ’ এর অস্তিত্ব নেই। ভোক্তাকে গুণগত মানসম্পন্ন ভিটামিন ‘এ’ সমৃদ্ধ সয়াবিন খাওয়াতেই খোলা ভোজ্য তেল উঠিয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।
অভিযানকালে চালের আড়তের পাশাপাশি ভোজ্য তেলের আড়তেও ক্রয় ও বিক্রয় রসিদ খতিয়ে দেখেন ভোক্তা অধিকারের ডিজি এএইচএম শফিকুজ্জামান। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিংয়ের জন্য সকলের সমন্বয়ে ভোক্তা অধিকার সব সময় মাঠে থাকবে বলে উল্লেখ করেন তিনি।


এদিকে, অভিযান শেষে নগরীর ফরিয়াপট্টিতে বরিশালের চাল ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম শফিকুজ্জামান। এসময় তিনি সিন্ডিকেট করে চালের মূল্য বৃদ্ধি না করার বিষয়ে ব্যবসায়ীদের হুঁশিয়ার করেন। নির্দেশ উপেক্ষা হলে প্রয়োজনে জড়িত ব্যবসায়ীকে রিমান্ডে নেওয়া হবে বলে কঠোরভাবে সতর্ক করেন তিনি।
বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক মনদীপ ঘরাই ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগের উপ-পরিচালক অপূর্ব অধিকারীসহ অন্যান্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
 


এমএন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন