ঢাকা বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫

Motobad news

কাউন্সিলর সুলতান মাহমুদের বিরুদ্ধে দায়ের মামলার সুষ্ঠ তদন্তের দাবী 

কাউন্সিলর সুলতান মাহমুদের বিরুদ্ধে দায়ের মামলার সুষ্ঠ তদন্তের দাবী 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশাল-পটুয়াখালী মিনিবাস মালিক সমিতি সভাপতি ও বিসিসি ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সুলতান মাহমুদের বিরুদ্ধে শ্রমিক লীগ নেতা আরিফুর রহমান সুমন মোল্লার দায়ের করা মামলার প্রতিবাদে রোববার ঘোষণাকৃত মানববন্ধন সিটি করপোরেশনের মেয়র আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাতের নির্দেশে স্থগিত করা হয়েছে।  

রোববার দুপুর ১২ টায় নগরীর রূপাতলী এলাকার  মোবারক আলী মোল্লা মার্কেটের দোতলায় নিজ কার্যালয়ে সাংবাদিকদের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন কাউন্সিলর সুলতান মাহমুদ। 

তিনি বলেন, সিটি করপোরেশনের মেয়র আবুল খায়ের আবদুল্লাহ বিষয়টি জেনে মানববন্ধন না করার জন্য নির্দেশ দিয়েছেন। সেই সাথে প্রকৃত ঘটনা বের করার জন্য প্রশাসনকে অনুরোধ জানিয়েছেন তিনি।

কাউন্সিলর সুলতান মাহমুদ বলেন, আরিফুর রহমান সুমন মোল্লা একজন দাগী অপরাধী। তার বিরুদ্ধে মাদক ও অস্ত্রসহ ১৩ মামলা ছিল। এর মধ্যে অস্ত্র মামলায় তার ১০ বছরের সাজাও হয়েছে। এছাড়া মালিক সমিতির সদস্যদের মারধরসহ বর্তমানে পিয়াল নামে একযুবককে কুপিয়ে জখম করার ঘটনায় তার বিরূদ্ধে মামলা চলমান রয়েছে। 

তিনি বলেন, ঘটনার দিন ১৬ জানুয়ারি আমি এশার নামাজ পরে  নিজ বাসায় যাই। রাত সাড়ে নয়টার দিকে শুনেছি সুমন মোল্লাকে কে বা কারা কুপিয়েছে। সুমন মোল্লার অনেক শক্র রয়েছে। তারাই তাকে  মনে হয় কুপিয়েছে। সুমন মোল্লার সাথে আমার ব্যক্তিগত কোন বিরোধ নেই। তারপরেও আমাকে মামলার প্রধান আসামি করা হয়েছে। 

সেই সাথে ঘটনার দিন মেয়রের বাসায় অবস্থান করা ভাইয়ের ছেলে জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মানিক হাওলাদার যুগ্ন সম্পাদক সোহেল হাওলাদারসহ আমার আত্নীয় স্বজনকে মামলায় জড়ানো হয়েছে। 

ঘটনার সাথে আমি কিংবা আমার কোন ভাইয়ের ছেলে জড়িত থাকার প্রমান পেলে প্রশাসন যা বিচার করবেন তা মেনে নেব। তাই প্রশাসনের কাছে এই হামলার ঘটনা নিরপেক্ষ ভাবে সুষ্ট তদন্ত করার জোর দাবী জানিয়েছেন কাউন্সিলর সুলতান মাহমুদ বলেন। 

তিনি আরো বলেন, সুমন মোল্লা তার মামলায় উল্লেখ্য করে তাকে যতগুলো ধারালো অস্ত্রধারা হামলা করা হয়েছে সেগুলো দিয়ে সত্যিকারের হামলা হলে তারতো আরো বেশি ক্ষতি হওয়ার কথা ছিল। এতেই বোঝা যায় এটি একটি সাজানো হামলা।

উল্লেখ্য গত ২৬ জানুয়ারী নগরীর শ্রমিক নেতা আরিফুর রহমান সুমন মোল্লা তাকে কুপিয়ে জখম করা অভিযোগে কাউন্সিলর সুলতান মাহমুদকে প্রধান অভিযুক্ত করে ৮ জনের বিরুদ্ধে আদালতে একটি মামলা দায়ের করে। পরে আদালতের নির্দেশে মামলাটি নথিভুক্ত করেছেন কোতয়ালি মডেল থানা পুলিশ। 
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন