ঢাকা বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫

Motobad news
শিক্ষার্থীকে শারিরীক নিযার্তন 

অভিযুক্ত শিক্ষককে নোটিশ, সার্স কমিটি গঠন

অভিযুক্ত শিক্ষককে নোটিশ, সার্স কমিটি গঠন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

আগৈলঝাড়ায় শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনায় অভিভাবক সভায় অভিযুক্ত ওই শিক্ষকের বিরুদ্ধে ছাত্রের বুকে লাথি মারার সত্যতা পাওয়ায় তাকে কারন দর্শানোর নোটিশসহ ৫ সদস্যের সার্স কমিটি গঠন করা হয়েছে। 

গতকাল শনিবার সন্ধ্যায় বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ে হলরুমে ম্যানেজিং কমিটির সভাপতি জগদীশ ভক্তের সভাপতিত্বে অভিভাবক সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ম্যানেজিং কমিটি সদস্য ও শিক্ষার্থীদের শতাধিক অভিভাবকরা উপস্থিত ছিলেন। 

সভায় বিদ্যালয়ের নবম শ্রেনীর আহত শিক্ষার্থী জিৎ মল্লিক উপস্থিত সকলের সামনে তার উপর শিক্ষক প্রশান্ত কুমার জয়ধরের নির্যাতনের ঘটনা বর্ণনা করেন। এসময় অভিযুক্ত শিক্ষক প্রশান্ত কুমার জয়ধর শিক্ষার্থীর সাথে ঘটে যাওয়া 

অনাকাঙ্খিত ঘটনা দাবী করে ঘটনার জন্য সকলের সামনে দুঃখ প্রকাশ করেন। সভায় উপস্থিত ছিলেন, আহত শিক্ষার্থী জিৎ মল্লিকের মেশো পুলিন জয়ধর। এসময় উপস্থিত ক্ষুব্ধ অভিভাবকসহ সকলে শিক্ষকের এহেনও কর্মকান্ডের জন্য বিচার দাবী করেন। 

উপস্থিত নেতৃবৃন্দরা বলেন, এঘটনার পূর্বেও তিনি একাধিক বির্তকিত কর্মকান্ড ঘটিয়ে বিদ্যালয়ের সুনাম ক্ষুন্ন করেছে। 

সভায় বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সত্য রঞ্জন বাড়ৈ, ইউপি সদস্য রনজিত ভক্ত, ম্যানেজিং কমিটির সদস্য দীলিপ তালুকদার, মন্টু শিকদার, স্বপন পান্ডে, শিক্ষার্থীর অভিভাবক বীরেন বৈদ্য, মো.হাফিজুর রহমান, নীল রতন মন্ডল প্রমুখ। 

সভায় সকলের সিদ্বান্ত মোতাবেক অভিযুক্ত শিক্ষককে এ ঘটনার জন্য কারন দর্শানোর নোটিশ দেওয়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

শিক্ষক তিন কর্মদিবসের মধ্যে কারন দর্শানোর নোটিশের জবাব দিবেন। এঘটনায় ওই শিক্ষক (প্রশান্ত কুমার জয়ধর)’র বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যায় এরজন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহাবুবুর রহমানকে প্রধান করে ৫ সদস্যের সার্স কমিটি গঠন করা হয়েছে। 

এই কমিটি আগামী ৫দিনের মধ্যে স্কুল কর্তৃপক্ষের কাছে রিপোর্ট জমা দিবেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সত্য রঞ্জন বাড়ৈ সাংবাদিকদের বলেন, সভায় উপস্থিত সকলের সিদ্বান্ত অনুযায়ী অভিযুক্ত শিক্ষককে কারন দর্শানোর নোটিশসহ শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ৫ সদস্যের সার্স কমিটি গঠন করা হয়েছে। 

এব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহাবুবুর রহমান বলেন, বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমাকে ফোন করেছিল। তাকে বিকেলে অফিসে আসতে বলেছি। ওই ঘটনায় সার্স কমিটি গঠন করার কথা শুনেছি।
 
উল্লেখ্য, উপজেলার বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ে গত বৃহস্পতিবার দুপুরে ওই বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষক প্রশান্ত কুমার জয়ধর নবম শ্রেনীর ক্লাশে গিয়ে শিক্ষার্থী জিৎ মল্লিককে ক্লাশের সহপাঠীদের সাথে কথা বলার অপরাধে শিক্ষক প্রশান্ত কুমার জয়ধর ক্ষিপ্ত হয়ে জিৎ মল্লিকের বেঞ্চের উপর উঠে চুলধরে বুকের উপর লাথি দেন।

শিক্ষার্থী জিৎ মল্লিকের বাড়ি পার্শ্ববর্তী কোটালীপাড়া উপজেলা পিড়ের বাড়ি গ্রামে। সে আগৈলঝাড়া উপজেলার বাহাদুরপুর গ্রামের মেশো পুলিন জয়ধরের বাড়ি থেকে লেখাপড়া করত। 
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন