ঢাকা বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫

Motobad news

আগৈলঝাড়ায় বিরোধীয় সম্পত্তির বাউন্ডারী ওয়াল আদালতের নির্দেশে ভেঙ্গে উচ্ছেদ 

আগৈলঝাড়ায় বিরোধীয় সম্পত্তির বাউন্ডারী ওয়াল আদালতের নির্দেশে ভেঙ্গে উচ্ছেদ 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের আগৈলঝাড়ায় বিরোধীয় সম্পত্তির বাউন্ডারী ওয়াল আদালতের নির্দেশে ভেঙ্গে উচ্ছেদ করা হয়েছে। এঘটনায় পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে। 

সরেজমিন গিয়ে স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাগধা গ্রামের বিমল চন্দ্র হালদারের ছেলে আমেরিকা প্রবাসী সমুয়েল মিন্টু হালদারের সাথে ২০১৮ সাল থেকে বাগধা মৌজার ৪৫১ নম্বর খতিয়ানের ৩৫৩, ৩৫৪ নং দাগের সাড়ে ১৬শতাংশ জায়গা নিয়ে আদালতে মামলা চলে আসছিলপাশ্ববর্তী নিমাই শীলের ছেলে ননী গোপাল শীলের। 

মঙ্গলবার দুপুরে বরিশাল জজ আদালতের নাজির এসএম হেমায়েতুর নবী ও এ্যাডভোকেট কমিশনার মো.কামাল হোসেন হাওলাদার জারীকারকসহ পুলিশ ও ২২ সদস্যের শ্রমিক নিয়ে সমুয়েল মিন্টু হালদারের বাড়ির বাউন্ডারী ওয়াল ভেঙ্গে ফেলে ফিতা টানিয়ে মামলার বাদী ননী গোপাল শীলকে মেপে ৩.৭৬ শতাংশ জায়গা বুঝিয়ে দেন। 

এব্যাপারে আমেরিকা প্রবাসী সমুয়েল মিন্টু হালদার সাংবাদিকদের বলেন, আমরা চার ভাই ও এক বোন পরিবারসহ ৩৮ বছর ধরে আমেরিকা বসবাস করে আসছি। মাঝে মধ্যে আমরা বাড়ি আসি। আজ বরিশাল জজ আদালত থেকে লোকজন এসে কোন নোঠিশ না দিয়ে আমাদের বাড়ির বাউন্ডারী ওয়াল ভেঙ্গে ফেলেছে। আমাদের কাছে কেউ সম্পত্তি পেলে নিতেই পারেন। আমাদের না জানিয়ে বাড়ির বাউন্ডারী ওয়াল ভাঙ্গা ঠিক হয়নি। 

এঘটনায় স্থানীয় অবসর প্রাপ্ত সেনা সদস্য বারেক ভাট্রি বলেন বাউন্ডারী ওয়াল নির্মাণ করার সময় ননী গোপাল শীলকে জায়গা মেপে তিন হাত জায়গা বেশী দেওয়া হয়েছে। 

এমনকি এসময় তাদেরকে ৬০ হাজার টাকাও দেওয়া হয়েছিল। ননী গোপালের মতামতের ভিত্তিতে ওই সময় বাউন্ডারী ওয়াল নির্মাণ করা হয়েছিল। এরপর মামলা করে আদালতের নির্দেশে বাউন্ডারী ওয়াল ভেঙ্গে প্রবাসী সমুয়েল মিন্টুর জায়গা দখল করা ঠিক হয়নি। 

এব্যাপারে বরিশাল জজ আদালতের নাজির এসএম হেমায়েতুর নবী জানান, ২০১৮ সালে ননী গোপাল শীল মামলা দায়েরের পর আদালত ননী গোপাল শীলের পক্ষে রায় প্রদান করে। আদালতের নির্দেশে আমরা সমুয়েলের ভাউন্ডারী ওয়াল ভেঙ্গে ননী গোপাল শীলকে জায়গা বুঝিয়ে দিতে এসেছি। 
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন