লালমোহনে এমপি শাওনের মায়ের রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত


ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ নুরুন্নবী চৌধুরী শাওনের মায়ের রোগমুক্তি ও দ্রুত সুস্থতায় লালমোহন বাজার আড়তদার সমিতির সভাপতি ও উপজেলা কৃষকলীগের সভাপতি মোখলেছ বকসীর উদ্যোগে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) বাদ আসর লালমোহন উত্তর বাজার বাইতুর রেদওয়ান জামে মসজিদে এ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় এমপি শাওনের মায়ের রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন উত্তর বাজার মসজিদের খতিব মুফতি মইনুল হোসেন। এসময় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, বাজার ব্যবসায়ী সমিতির সহসভাপতি বজলুর রহমান মৃধা, বাজার আড়তদার সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার সওদাগর, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক শাহিন আলম মাকসুদ, পৌরসভা শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক নয়ন পাঞ্চায়েতসহ বিভিন্ন মুসল্লিগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য গত কয়েকদিন যাবত এমপি শাওনের মা হোসনে আরা বেগম গুরুতর অসুস্থ (করোনা পজেটিভ) হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
এইচকেআর
