ঢাকা বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫

Motobad news

বরিশালে আগুনে পুড়ে দোকান কর্মচারীর মৃত্যু

বরিশালে আগুনে পুড়ে দোকান কর্মচারীর মৃত্যু
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশাল নগরীর নথুল্লাবাদ এলাকায় আগুনে চারটি দোকান পুড়ে গেছে। এর মধ্যে একটি দোকানে ঘুমিয়ে থাকা কর্মচারী পুড়ে মারা গেছেন।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) ভোরে এ ঘটনা ঘটে। নিহত সজিব জোমাদ্দার (২০) এর বাড়ি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি এলাকায়। তার বাবা কালাম জোমাদ্দার ইটের ভাটায় শ্রমিকের কাজ করেন। দোকানে চাকরি করে সজিব পড়াশোনার খরচ চালাতেন।

সদর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রবিউল আল আমিন জানান, নথুল্লাবাদ জিয়া সড়কের বিপরীতে এক সারিতে দুটি ফার্নিচারের, একটি মোটর সাইকেলের যন্ত্রাংশ বিক্রয়ের ও একটি গ্যারেজ রয়েছে। গত রাত ৩টার দিকে তারা খবর পেয়েছেন ওই দোকানে আগুন জ্বলছে। পরে ঘটনাস্থলে পৌঁছে পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুন নিয়ন্ত্রণে তাদের পাঁচটি ইউনিট কাজ করেছে।

অগ্নিকাণ্ডের সূত্রপাতের বিষয়ে স্টেশন অফিসার রবিউল বলেন, সঠিক কারণ তদন্ত না করে বলা যাবে না। তবে প্রাথমিক ধারণা বিদ্যুতের শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

কর্মচারী সজিব জোমাদ্দার কীভাবে মারা গেল, সেটিও তদন্ত না করে বলা যাবে না। তবে ধারণা করা হচ্ছে অগ্নিকাণ্ডের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি পুড়ে গেছেন।

সজিব পলিটেকনিকের ছাত্র ছিলেন। পড়াশুনার ফাঁকে হাবিব মটরস নামে একটি দোকানে চাকরি করতেন। রাতে ওই দোকানেই থাকতেন তিনি।

ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে বলতে পারবো বলে জানিয়েছেন স্টেশন অফিসার রবিউল।

মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আল মামুন বলেন, মরদেহ সম্পূর্ণ পুড়ে গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা হবে।

এদি‌কে নিহত সজিরে স্বজনরা জানান, সজিব বরিশালের ইনফ্রা পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রনিক্স বিভাগের ৫ম বর্ষের ছাত্র ছিলেন। পারিবারিক অভাব অনটনের কারণে সিঅ্যান্ডবি রোডের একটি দোকানে চাকরি করতেন। পাশাপাশি তিনি দোকানে থাকতেন।

এদিকে সজিবের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে তার শিক্ষাপ্রতিষ্ঠানে। খবর পেয়ে হাসপাতালের মর্গে ছুটে আসেন তার বন্ধু ও শিক্ষকরা। এ সময় শোকের ছায়া নামে পুরো হাসপাতাল প্রাঙ্গণে এমনটাই জা‌নি‌য়ে‌ছেন ইনফ্রা পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রনিক্স বিভা‌গের বিভাগীয় প্রধান নুরুল হুদা।

এদিকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছে বলে প্রাথমিক ধারণা করছে পুলিশ। এ ঘটনায় তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. ফজলুল করিম।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন