ঢাকা বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫

Motobad news
মেয়াদোত্তীর্ন কেক খেয়ে সোনালী ব্যাংকের কর্মকতা অসুস্থ

আগৈলঝাড়ায় ব্যবসায়ীকে জরিমানা ও মেয়াদোত্তীর্ন নিত্যপণ্য জব্দ

আগৈলঝাড়ায় ব্যবসায়ীকে জরিমানা ও মেয়াদোত্তীর্ন নিত্যপণ্য জব্দ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

আগৈলঝাড়ায় মেয়াদোত্তীর্ন কেক খেয়ে সোনালী ব্যাংকের সিনিয়র কর্মকর্তা অসুস্থ হয়ে পরলে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ওই ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করেছেন।

এসময় ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠান থেকে মেয়াদোত্তীর্ন নিত্যপণ্য জব্দ করে নষ্ট করে দেওয়া হয়েছে। জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদরের জাকির টি স্টোরের মেয়াদোত্তীর্র্ন কেক খেয়ে আগৈলঝাড়া সোনালী ব্যাংকের সিনিয়র কর্মকর্তা সুমন মিত্র অসুস্থ হয়ে পরেন।

 এঘটনায় সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক উম্মে ইমামা বানিনের আদালত অভিযান চালিয়ে উপজেলা সদরে ব্যবসায়ী জাকির হোসেনকে ৩হাজার টাকা জরিমানা করেন। 

এসময় তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে মেয়াদোত্তীর্ন পণ্য জব্দ করে নষ্ট করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্যানেটারি ইন্সপেক্টার সুকলাল শিকদার, এসআই শফিকুর রহমান, ভূমি অফিসের নাজির সোহেল আমিন প্রমুখ। 
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন