ঢাকা বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫

Motobad news

বোরো মৌসুমে খালে বাঁধ দিয়ে মাছ শিকার

বোরো মৌসুমে খালে বাঁধ দিয়ে মাছ শিকার
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

আগৈলঝাড়ায় বোরো মৌসুমে খালে বাঁধ দিয়ে মাছ শিকার করায় ক্ষতিগ্রস্থ স্থানীয় কৃষকরা উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করায় সহকারী কমিশনার (ভুমি) ঘটনাস্থল পরিদর্শন করে অবৈধ বাঁধ অপসারণ করেছে। 

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের চাঁদত্রিশিরা-আস্কর খালের নাঘিরপাড় গ্রামের একাধিক বোরো ব্লকের একমাত্র খালে পানি চলাচল অবৈধ বাঁধ দিয়ে বন্ধ করে মাছ শিকার করে আসছিল আ. মন্নান বখতিয়ারের ছেলে স্থানীয় সোহেল বখতিয়ার। 

এতে ওই গ্রামের কৃষকরা বোরো মৌসুমে চাষাবাদের জন্য ঠিকমত পানি না পাওয়ায় ক্ষুব্ধ হয়। পরে তারা অবৈধ বাঁধ অপসারণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিনের কাছে কৃষকদের পক্ষে স্থানীয় বিমল ঘরামী লিখিত অভিযোগ দায়ের করেন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে বৃহস্পতিবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক উম্মে ইমামা বানিন ঘটনাস্থল পরিদর্শন করেন। 

ঘটনার সত্যতা পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক স্থানীয় শ্রমিক দিয়ে তাৎক্ষণিক বাঁধ অপসারণ করে পানি চলাচল নিশ্চিত করেন। 

এসময় খালে বাঁধ দেওয়ায় সোহেল বখতিয়ারকে প্রাথমিকভাবে সর্তক করেন ভ্রাম্যমাণ আদালত। অভিযুক্ত সোহেল বখতিয়ার বলেন, এলাকার সকলের সাথে কথা বলে বাঁধা দেওয়া হয়েছিল। বাঁধ খুলে দেওয়া হলে নীচু জমি তলিয়ে যাবে। 

ভ্রাম্যমান আদালতের সাথে উপস্থিত ছিলেন, ইউনিয়ন ভূমি কর্মকর্তা রবীন দাশগুপ্ত, এসআই শফিকুর রহমান, ভূমি অফিসের নাজির সোহেল আমিন প্রমুখ। 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন