ঢাকা মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫

Motobad news

উজিরপুরে সার্বজনীন শ্রীশ্রী রাধাগোবিন্দ জিঁউর মন্দির'র ৩য়তম বাৎসরিক অনুষ্ঠান 

উজিরপুরে সার্বজনীন শ্রীশ্রী রাধাগোবিন্দ জিঁউর মন্দির'র ৩য়তম বাৎসরিক অনুষ্ঠান 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

উজিরপুরে ব্যপক আয়োজনে সার্বজনীন শ্রীশ্রী রাধাগোবিন্দ জিঁউর মন্দির এর ৩য়তম বাৎসরিক অনুষ্ঠান ও মহোৎসব অনুষ্ঠিত হয়েছে। 

৩ দিনব্যাপি এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ৩ ফেব্রুয়ারী শনিবার দুপুরে সমাপনী অনুষ্ঠানে ভবতারণ সেবাসংঘ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আচার্য শ্রীমৎ নন্দ দুলাল গোস্বামী প্রভুপাদ এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আ. মজিদ সিকদার বাচ্চু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম জামাল হোসেন। 

অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. গিয়াস উদ্দিন বেপারী। এছাড়াও বক্তৃতা করেন জেলা পরিষদের সদস্য ও ভবতারণ সেবা সংঘ উজিরপুর শাখার সাধারণ সম্পাদক অশোক কুমার হাওলাদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক উত্তম কুমার, উপজেলা আওয়ামী লীগের সদস্য সহদেব কুমার দাস, পৌর আওয়ামী লীগের সভাপতি তাপস কুমার রায়,উপজেলা শ্রমিক লীগের সভাপতি এবং উজিরপুর  উপজেলা ও পৌর প্রেসক্লাবের সভাপতি মো. রফিকুল ইসলাম শিপন মোল্লা, ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, সীমা রানী শীল। 

এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ ও হিন্দু ধর্মাবলম্বী হাজারো ভক্তবৃন্দ।  এসময় উপস্থিত অতিথি বৃন্দ মন্দিরের উন্নয়ন নিয়ে আলোচনা করেন এবং অসম্পূর্ণ কাজ সমাপ্ত করার লক্ষ্যে সাহায্যের হাত আরো প্রসারিত করার অঙ্গীকার করে।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন