ঢাকা মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫

Motobad news

বরিশাল প্রেসক্লাবের সভাপতির রোগমুক্তি কামনায় দোয়া

বরিশাল প্রেসক্লাবের সভাপতির রোগমুক্তি কামনায় দোয়া
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আজকের বার্তা পত্রিকার সম্পাদক কাজী নাসির উদ্দিন বাবুল গুরুতর আসুস্থ্য হয়ে রাজধানীর বারডেম হাসপাতালের আইসিউতে চিকিসাধীন রয়েছেন। 

তার সুস্থতা কামনায় সোমবার বেলা সাড়ে ১১ টায় বরিশাল প্রেসক্লাবের হলরুমে দোয়া মোনাজাতের আয়োজন করেছেন বরিশাল তরুণ সাংবাদিক ফোরাম। 

সংগঠনটির সভাপতি ফিরোজ গাজীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, শহীদ আব্দুর রব সেরনিয়াবত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, জ্যেষ্ঠ সাংবাদিক গোপাল সরকার, জিয়া শাহিন, এম মোফাজ্জেল, প্রেসক্লাবের সদস্য দেওয়ান মোহন, তরুণ সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি মজিবর রহমান নাহিদ, সাধারণ সম্পাদক এইচ আর হীরা, সহ-সভাপতি ইমরান হোসেন, সহ-সংগঠনিক সম্পাদক এমআর শুভ, দপ্তর সম্পাদক রূপন কর অজিত, প্রচার সম্পাদক মুরাদ হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদক মেহেদী হাসান, কোষাধ্যক্ষ অপূর্ব বাড়ৈ, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক পারভেজ সিকদার, সদস্য লিটন বায়েজিদ। 

এছাড়া বরিশাল তরুণ সাংবাদিক ফোরামের সদস্যবৃন্দ সহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। দোয়া মোনাজাতে বরিশালের প্রবীণ সাংবাদিক নেতা কাজি নাসির উদ্দিন বাবুলের সুস্থতা কামনার পাশাপাশি দেশ ও জাতির জন্য শান্তি কামনা করা হয়।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন