হিজলা উপজেলা চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালীর নামাজে জানাজা অনুষ্ঠিত

হিজলা উপজেলার চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালী মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার ভোররাতে ঢাকার বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
চেয়ারম্যানের পরিবারের সদস্যরা জানান, গত কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। এরপর গত রোববার দুইটার দিকে চিকিৎসার উদ্দেশ্যে ঢাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে রাত তিনটার দিকে বুকে ব্যথা অনুভব করেন বেলায়েত হোসেন ঢালী। এসময়ই তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের তিনবার ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। এরপর তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। এছাড়া হিজলা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করেন বেলায়েত হোসেন ঢালী। মৃত্যুকালে তার বয়স ছিল ৭২ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও তিন কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মরদেহ হিজলায় নিয়ে আসার পর বহু মানুষ সেখানে গিয়ে সমবেদনা প্রকাশ ও শ্রদ্ধা নিবেদন করেন। আজ বেলা দুইটায় উপজেলা পরিষদ মাঠে মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্থানীয় সরকার মন্ত্রণালয় বরিশাল বিভাগের পরিচালক আনোয়ারুল ইসলাম, বরিশাল জেলা প্রশাসক শহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার সুদীপ্ত সিংহ ও বরিশাল জোনাল অফিসার বকুলচন্দ্র কবিরাজ, অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী হাসান, উপজেলা আওয়ামী লীগের পক্ষে বরিশাল জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যাপক শাহজাহান তালুকদার ও হিজলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ এনায়েত হোসেন হাওলাদার।
বাদ আছর মরহুমের নিজ বাড়িতে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় হাজার হাজার মুসল্লিদের ঢল। জানাজায় আওয়ামী লীগের নেতা-কর্মীসহ বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।
এইচকেআর