দক্ষিণ আইচায় ২৫ বছরের দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার


ভোলা জেলার দক্ষিণ আইচায় জলদস্যু মামলায় ২৫ বছর দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি নুরুল ইসলাম মাঝি (৪৬) কে গ্রেপ্তার করেছে দক্ষিণ আইচা থানা পুলিশ।
সোমবার (৫ ফেব্রুয়ারি ) বিকেল সাড়ে ৪ টায় গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম ইপিজেডএলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন দক্ষিণ আইচা থানার ওসি সাঈদ আহমেদ।
তিনি জানান নুরুল ইসলাম মাঝি চরমানিকা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড়ের বেলায়েত হোসেন ওরফে বলু মাঝির ছেলে। তাকে জলদস্যু মামলায় আদালত ২৫ বছর কারাদণ্ড দিয়েছেন। আদালতের ওই রায়ের পর তিনি দীর্ঘ ১০বছর পলাতক ছিলেন। মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
এইচকেআর
