শেখ কুতুব উদ্দিনের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত

বরিশাল জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শেখ কুতুব উদ্দিন আহম্মেদের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার বাদ জুমা নগরীর গোরস্থান রোড মসজিদে বীর মুক্তিযোদ্ধা শেখ কুতুব উদ্দিন আহম্মেদের রুহের মাগফিরাত কামনায় পরিবারের পক্ষ থেকে মিলাদ এবং দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
দোয়া মোনাজাতে উপস্থিত ছিলেন, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী, আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, সাবেক মেয়র মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. একেএম জাহাঙ্গীর, মরহুম শেখ কুতুব উদ্দিন আহম্মেদের ছেলে সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শেখ সাইদ আহম্মেদ মান্না, মুক্তিযোদ্ধা সংসদ নেতৃবৃন্দ সহ আরও অনেকে।
উল্লেখ্য, ২০২১ সালের ৯ ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন শেখ কুতুব উদ্দিন আহম্মেদ। শেখ কুতুব উদ্দিন ১৯৭১ সালে ৯ নম্বর সেক্টরে স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তিনি বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক আহ্বায়ক ও সিনিয়র ভাইস চেয়ারম্যানও ছিলেন।
এইচকেআর