ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫

Motobad news

জুম্মার নামাজের সময় কথা বলাকে কেন্দ্র করে মুসল্লিদের মধ্যে সংঘর্ষে আহত ১৭ 

জুম্মার নামাজের সময় কথা বলাকে কেন্দ্র করে মুসল্লিদের মধ্যে সংঘর্ষে আহত ১৭ 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের আগৈলঝাড়ায় মসজিদে জুম্মার নামাজের সময় কথা বলাকে কেন্দ্র করে দু-পক্ষ মুসল্লিদের মধ্যে হামলা-সংঘর্ষে আহত হয়েছে ১৭ জন। গুরুতর আহত ১২ জনকে আগৈলঝাড়া ও বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এঘটনায় উভয় পক্ষ থানায় লিখিত অভিযোগ দায়েরের পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রত্নপুর ইউনিয়নের পূর্ব রত্মপুর বেপারী বাড়ি জামে মসজিদে শুক্রবার জুম্মার নামাজ চলাকালীন সময় মসজিদের বারান্দায় বসে কথা বলছিলেন রনি ও শাকিব বেপারীসহ কয়েক জন মুসল্লিরা।  

এসময় ওই মুসল্লীদের কথা বলতে নিষেধসহ গালমন্দ করে প্রবাসী স্থানীয় আনিচুর রহমান বেপারী। জুম্মার ফরজ নামাজ শেষে রনি ও শাকিব বেপারী মসজিদ থেকে বের হলে আনিচ বেপারীর সাথে বাকবিতন্ডার এক পর্যায় সংর্ঘষ বাধে। 

এসময় মসজিদের ভিতরে মুসল্লিদের সুন্নাত নামাজ চলছিল। মসজিদের বাহিরে বেপারী বংশীয় লোকজন দু-ভাগে বিভক্ত হয়ে লাঠি-শোটা নিয়ে উভয় পক্ষের সংর্ঘষে দুলাল বেপারী (৫৫), মোহাম্মাদ আলী (৬০) রনি বেপারী (২১) জাহানারা বেগম (৫০), আব্দুল জলিল (৫৫), শাকিব বেপারী ( ১৮), আ.রব বেপারী (৬৫), সুমন বেপারী(৩২), রিপন বেপারী(৩১), সাগর বেপারী (১৬) শান্ত বেপারী(১৭),সুজন বেপারী (১৫), আনিচুর রহমান বেপারী (৪৫) আলামিন বেপারী (৩৭), শফিক বেপারী (৪৭)সহ ১৭জন আহত হয়েছে। 

এসময় প্রতিপক্ষের হামলার হাত থেকে স্বামী জলিল বেপারীকে বাচাঁতে গিয়ে আহত হয় স্ত্রী জাহানারা বেগম। গুরুতর আহত ১২জনকে আগৈলঝাড়া ও বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এঘটনায় উভয় পক্ষের আহত দুলাল বেপারী ও আহত আনিচুর রহমান বেপারী বাদী হয়ে শনিবার সকালে আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। 

এব্যাপারে রত্নপুর ইউনিয়ন চেয়ারম্যান গোলাম মোস্তফা সরদার বলেন, মসজিদের বাহিরে দু-পক্ষের হামলার ঘটনায় আহতরা দু-পক্ষই থানায় অভিযোগ করেছে। তারা উভয় পক্ষ আমাকে জানিয়েছেন, আহতরা চিকিৎসা নিয়ে বাড়ি আসলে ঘটনা শুনে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। 

এঘটনায় আগৈলঝাড়া থানার ওসি (তদন্ত) জহিরুল ইসলাম উভয় পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে বলেন,  এ ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন