ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫

Motobad news

বরিশালে মাতৃছায়া মানব কল্যাণ সংস্থার ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী

বরিশালে মাতৃছায়া মানব কল্যাণ সংস্থার ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালে মাতৃছায়া মানব কল্যাণ সংস্থার উদ্যোগে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় শায়েস্তাবাদ মোয়াজ্জেম হোসেন উচ্চ বিদ্যালয় স্কুল মাঠ প্রাঙ্গণে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (অবঃ) মুহাম্মদ ইব্রাহীম খলিল। 

মাতৃছায়া মানব কল্যাণ সংস্থা’ এর সভাপতি রোকসানা লিলি সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক এক.কে. এম আখতারুজ্জামান তালুকদার মামুন, মহানগর যুবলীগের  যুগ্ম আহবায়ক আলহাজ মাহমুদুল হক খান মামুন।  উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মাতৃছায়া মানব কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা জার্মান প্রবাসী দিতি ইসলাম। 

এ সময় আরো উপস্থিত ছিলেন শায়েস্তাবাদ ইউনিয়ন পরিষদের ১নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কবির হোসেন তালুকদার’সহ অন্যান্য অতিথিবৃন্দ। 

ক্রীয়া প্রতিযোগিতা শেষে  ৪০ জন প্রতিবন্ধীদের মাঝে নগদ আর্থিক সহায়তা প্রদানসহ ও বিভিন্ন ইভেন্টের খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথিসহ অন্যান্যরা। 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন