বছরের একটাদিন সবাই প্রাণের আড্ডায় হই মশগুল

“বছরের একটাদিন সবাই প্রাণের আড্ডায় হই মশগুল” শ্লোগানকে সামনে রেখে ব্যাপক উৎসাহ ও উদ্দিপনার মধ্যদিয়ে নারী-পুরুষ ও শিশু-কিশোর মিলিয়ে প্রায় পাঁচশতাধিক মানুষের অংশগ্রহণে শনিবার এক মিলনমেলায় পরিনত হয়েছিলো বরিশালের বেলতলা এলাকার রায়তা পিকনিক স্পর্ট।
পরিবারের সবাইকে নিয়ে দিনভর জমকালো আয়োজনের এমনই একটি ব্যতিক্রম উৎসবের আয়োজন করেন বরিশালে অবস্থানরত কাঁঠালিয়া উপজেলার সংগঠন কাঁঠালিয়া সমিতি বরিশাল।
শনিবার দিনব্যাপি আয়োজিত বনভোজন অনুষ্ঠানে বরিশালে অবস্থানরত কাঁঠালিয়ার বিভিন্ন শ্রেণি ও পেশার প্রায় পাঁচ শতাধিক সদস্য ওই আনন্দ আয়োজনে অংশগ্রহণ করেন। সমিতির সদস্যদের সাথে তাদের পরিবারের সদস্যদের অংশগ্রহণে বনভোজনটি পারিবারিক মিলন মেলায় পরিণত হয়।
বনভোজনে আলোচনা সভা, জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া অনুষ্ঠান, পার্কের বিভিন্ন রাইড উপভোগ, প্রতিযোগিতামূলক অনুষ্ঠান, আকর্ষণীয় র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়েছে।
শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় সংগঠনের সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে বক্তাব্য রাখেন, কাঁঠালিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা খানম, এটিএম মুজিবুল হক, সংগঠনের সাধারণ সম্পাদক জিয়া ইসলাম।
এছাড়াও বক্তব্য রাখেন, জিল্লুর রহমান, শখয়াত হোসেন দিপু সিকদার,বরুন দে, জহিরুল ইসলাম, গাজি সফিউর রহমান, খাইরুল ইসলাম প্রমুখ।
এইচকেআর