ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫

Motobad news

তামাকজাত দ্রব্য ব্যবহার করে ২০১৮ সালে দেশে ১ লাখ ৫১ হাজার মানুষ মারা গেছে 

 তামাকজাত দ্রব্য ব্যবহার করে ২০১৮ সালে দেশে ১ লাখ ৫১ হাজার মানুষ মারা গেছে 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

তামাকজাত দ্রব্য ব্যবহারের কারণে বিভিন্ন রোগে ২০১৮ সালে দেশে এক লাখ ৫১ হাজার মানুষ মারা যায়, যার চিকিৎসা ব্যয় হয়েছিল আট হাজার কোটি টাকা। 

রোববার সকালে বিভাগীয় কমিশনার অফিসের সম্মেলনকক্ষে  তামাকবিরোধী এক সেমিনারে এ তথ্য তুলে ধরা হয়। তামাক নিয়ন্ত্রণ সেলের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার শওকত আলী। 

সেমিনারে বক্তব্য রাখেন, তামাক নিয়ন্ত্রণ সেল-এর সমন্বয়ক আখতারউজ-জামান, স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল, স্থানীয় সরকার বিভাগের পরিচালক খন্দকার আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার হাসান শওকত আলী, অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেন প্রমুখ।

প্রবন্ধ উপস্থাপন করেন বরিশাল স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. মাহামুদ হাসান। সেমিনারে সরকারি-বেসরকারি দপ্তরের ৪০ জন কর্মকর্তা অংশ নেন। সেমিনারে জানানো হয়, ২০১৮ সালের গ্লোবাল অ্যাডাল্ট টোব্যাকোর সার্ভে অনুযায়ী বাংলাদেশে তামাকজাত দ্রব্যের গ্রহীতার সংখ্যা তিন কোটি ৭৮ লাখ। এর সাথে চার কোটি আট লাখ মানুষ অধূমপায়ী হয়েও ধূমপায়ীদের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

সেমিনারে আরও জানানো হয়, দেশে প্রতিবছর তামাকজাত দ্রব্য থেকে কর আহরিত হয় ২২ হাজার কোটি টাকা। আর তামাকজাত দ্রব্য ব্যবহারের কারণে সৃষ্ট রোগের চিকিৎসায় ব্যয় হয় ৩০ হাজার কোটি টাকার অধিক। 

তামাকজাত দ্রব্য ব্যবহার নির্মূলের জন্য সামাজিক আন্দোলন গড়ে তোলা প্রয়োজন বলে উপস্থিত সদস্যরা মতপ্রকাশ করেন। একইসাথে আইনের প্রয়োগ বাড়ানো এবং যার যার অবস্থান থেকে সচেতনতা বাড়ানোর কথা উল্লেখ করা হয়।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন