ঢাকা রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

Motobad news

বরিশালে অপহরণ ও ধর্ষণ মামলায় দুইজনের যাবজ্জীবন

বরিশালে অপহরণ ও ধর্ষণ মামলায় দুইজনের যাবজ্জীবন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পূর্ব ভাতশালা গ্রামে এক কিশোরীকে অপহরণ ও পালাক্রমে ধর্ষণ মামলার রায়ে দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং দেড় লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। 

সোমবার বিকেলে বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ইয়ারব হোসেন আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

দন্ডিতরা হল, বাকেরগঞ্জ উপজেলার পূর্ব ভাতশালা গ্রামের আব্দুল খালেক রাড়ির ছেলে আউয়াল রাড়ি ও একই গ্রামের আনছার সন্যামতের ছেলে তৌকির সন্যামত।  

ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী কাজী হুমায়ুন কবির জানান, ২০১৪ সালের ৭ জুন সন্ধ্যায় প্রেমের সম্পর্কের সূত্র ধরে ১৬ বছর বয়সী কিশোরী তার প্রেমিকের সাথে পালিয়ে লঞ্চে বাকেরগঞ্জ ডিসি ঘাট যায়। সেখানে নামার পর কিশোরীকে লঞ্চঘাটে রেখে টাকা আনতে যায় তার প্রেমিকা। 

এ সময় আউয়াল সহ অন্যান্যরা কিশোরীকে অপহরণ করে। পরে পশ্চিম ভাতশালা গ্রামের শংকর সাধুর বাড়ির পুকুর পাড়ে নিয়ে তাকে পালাক্রমে ধর্ষণ করে তৌকির ও আউয়াল। এতে কিশোরী মুমুর্ষ অবস্থায় অজ্ঞান হয়ে পুকুর পাড়ে পড়ে থাকে। স্থানীয়রা কিশোরীকে উদ্ধার করে। 

পরে কিশোরীর কাছ থেকে ঘটনা শুনে এলাকাবাসী ধর্ষক তৌকির ও আউয়ালকে আটক করে পুলিশে দেয়। এ কিশোরী বাদী হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে বাকেরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। 

একই বছরের ৫ আগস্ট মামলার তদন্তকারী কর্মকর্তা বাকেরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মাছুম তালুকদার ওই দুই জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন। পরে ট্রাইব্যুনালে ১০ জনের সাক্ষ্যগ্রহন শেষে ওই রায় দেন বিচারক। 
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন