ঢাকা রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

Motobad news

বরিশালে ভোরের কাগজের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বরিশালে ভোরের কাগজের  প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

মহান মুক্তিযুদ্ধের চেতনা, গণতান্ত্রিক অভিযাত্রা ও মুক্তবুদ্ধির চর্চাকে মূলমন্ত্র হিসেবে ধারণ করে ৩২ বছর পেরিয়ে ৩৩ বছরে পদার্পণ করেছে মুক্ত প্রাণের প্রতিধ্বনি স্লোগানে এগিয়ে চলা পাঠকপ্রিয় দৈনিক ভোরের কাগজ। 

ভোরের কাগজ বরিশালের আয়োজনে শনিবার বিকেল  ৪টায় নগরীর ইউরো কনভেনশন হলে পত্রিকাটির ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস.এম জাকির হোসেন। 

ভোরের কাগজের বরিশাল প্রতিনিধি এম.কে. রানার সভাপতিত্বে  বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, শায়েস্তাবাদ ইউপি চেয়ারম্যান আরিফুর রহমান মুন্না। এসময় উপস্থিত ছিলেন, বরিশাল প্রেসক্লাবের কার্যকরি সদস্য এম মোফাজ্জেল, বাংলানিউজ২৪ এর বরিশাল ব্যুরো মুশফিক সৌরভ, ঢাকাপোস্ট এর বরিশাল ব্যুরো সৈয়দ মেহেদি হাসান, নিউজ এডিটরস্  কাউন্সিল বরিশালের সাধারণ সম্পাদক রিপন হাওলাদার, মানবকন্ঠ পত্রিকার বরিশাল ব্যুরো প্রধান ফাহিম ফিরোজ, বিজয় টেলিভিশনের বরিশাল প্রতিনিধি আরিফ হোসেন, দৈনিক সত্য সংবাদ পত্রিকার যুগ্ম বার্তা সম্পাদক এমআর শুভ, দৈনিক মতবাদ পত্রিকার ফটো সাংবাদিক জুয়েল রানা, সাংবাদিক ইমরান হোসেন, লিটন বায়েজিদ, আল-আমিন গাজী, আম্মার হোসেন, রিপন রানা ও পুতুল। 

এছাড়াও উপস্থিত ছিলেন, ভোরের কাগজ বরিশালের বাকেরগঞ্জ প্রতিনিধি মহসীন মোল্লা, বানারীপাড়া প্রতিনিধি কাওছার হোসেন, বাবুগঞ্জ প্রতিনিধি শফিক ইসলাম, বরিশালের বিজ্ঞাপন প্রতিনিধি হারুন ও ফটো সাংবাদিক আব্দুর রহমান।
 

প্রধান অতিথির বক্তব্য প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস.এম জাকির হোসেন বলেন, বাংলাদেশের অন্যতম গণমাধ্যম ব্যাক্তিত্ব জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্তের দৃঢ় সংকল্প আর দূরদর্শী নেতৃত্বে ভোরের কাগজ এগিয়ে যাচ্ছে স্বমহিমায়।

দেশের ক্রান্তিকালে ভোরের কাগজ মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে ভবিষ্যতেও সামনে এগিয়ে যাবে এমন প্রত্যাশা করেন তিনি।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন