ঢাকা রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

Motobad news

বরিশালে মিছিলে হামলা ও ষড়যন্ত্রের নিন্দা জানিয়ে বাসদের সংবাদ সম্মেলন

বরিশালে মিছিলে হামলা ও ষড়যন্ত্রের নিন্দা জানিয়ে বাসদের সংবাদ সম্মেলন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ব্যাটারিচালিত যানবাহনের অধিকার নিয়ে আন্দোলনকারীদের মিছিলে পরিকল্পিত হামলা ও আন্দোলনকারীদের বিরুদ্ধে ষড়যন্ত্রের নিন্দা জানিয়ে সংবাদ সম্মেলন করেছে রিক্সা, ব্যাটারিচালিত রিক্সা, ভ্যান-ইজিবাইক সংগ্রাম পরিষদ সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদ বরিশাল জেলা শাখা। 

রোববার দুপুর ২ টায় নগরীর ফকির বাড়ী বাসদ কার্যালয়ে এ সংবাদ  সম্মেলনের আয়োজন করা হয়।  বাসদ বরিশাল জেলা শাখার সমন্বয়কারী ডা. মনীষা চক্রবর্ত্তী সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য বলেন, ব্যাটারিচালিত যানবাহনের বিআরটিএ স্বীকৃত লাইসেন্স, ট্রাফিক মামলার হয়রানি কমানোসহ বিভিন্ন দাবিতে গত ১২ বছর ধরে আন্দোলন করে আসছি। 

এই আন্দোলন করতে গিয়ে আমরা নানাসময় ক্ষমতাসীনদের নানাবিধ চক্রান্ত-ষড়যন্ত্রের স্বীকার হয়েছি, পুলিশী হয়রানি-মামলা-হামলার স্বীকার হয়েছি কিন্তু কখনোই শ্রমিকদের পাশ থেকে সরে যাইনি। 

এবারেও আবার নতুনভাবে ব্যাটারিচালিত যানবাহনের আন্দোলনের বিরুদ্ধে চক্রান্ত শুরু হয়েছে। তিনি বলেন, গত ১৭ ফেব্রুয়ারি বেলা ১১টায় নগরীতে ব্যাটারিচালিত যানবাহনের বিআরটিএ স্বীকৃত লাইসেন্স প্রদান, ট্রাফিক মামলার হয়রানি কমানোসহ ৪ দফা দাবিতে রিক্সা, ব্যাটারিচালিত রিক্সা-ভ্যান-ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। 

মিছিলটি সিটি কর্পোরেশন মোড় থেকে যাবার সময় একটি পালসার মোটরসাইকেল প্রচন্ড গতিতে মিছিলের মধ্যে শ্রমিকদের গায়ে উঠে যায় ও কিছু সিএন জি গাড়িসহ কিছু অজ্ঞাতপরিচয় লোক মিছিলে ঢুকে শ্রমিকদের হামলা করে ও আশেপাশে গাড়িতে ও আঘাত করে। পরে শ্রমিকদের প্রতিরোধের মুখে তারা পালিয়ে যায়। 

বাসদ নেত্রী বলেন, আমাদের মিছিলে এই ষড়যন্ত্রমূলক হামলা ও ভাংচুরের সাথে জড়িতদের তদন্তসাপেক্ষে শাস্তি চেয়ে বিবৃতিও দিয়েছি। কিন্তুজানতে পেরেছি যে ব্যাটারিচালিত যানবাহনের বিরুদ্ধে সক্রিয় গ্যাসচালিত তিন চাকার যানবাহনের একটি সংগঠন শনিবার ব্যাটারিচালিত যানবাহনের বিরুদ্ধে মিছিল করেছে। 

ঐদিন রাতে প্রশাসনের সাথে ঐক্যবদ্ধ হয়ে তারা মিথ্যা মামলার প্রস্তুতি নিচ্ছেও বলে আমরা জানতে পেরেছি। এই পুরো বিষয়টি একটি সাজানো চক্রান্ত বলে আমরা মনে করছি।

তিনি আরো বলেন, আমরা শান্তিপূর্ণভাবে গত ১২ বছর ধরে সমস্ত আন্দোলন পরিচালনা করে আসছি। আমাদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে ব্যাটারিচালিত যানবাহনের বৈধতা দিয়ে সুপ্রীম কোর্ট রায় দিয়েছে এবং বি আরটিএ থেকে এই যানবাহনের লাইসেন্সের একটি নীতিমালাও প্রনীত হয়েছে। 

গতকাল শনিবারের ঘটনায় আমাদের মিছিলে একটি মোটরসাইকেল সহযোগে হামলা ও একটি সংঘবদ্ধ চক্রের ষড়যন্ত্রমূলক ভাংচুর একটি পরিকল্পিত চক্রান্তের অংশ বলেই আমরা মনে করি। 

যারা মনে করছেন প্রশাসনিক হয়রানি করে শ্রমিকদের ন্যায্য আন্দোলন দমন করা যাবে অথবা ঘোলা পানিতে মাছ শিকারের মত এই সুযোগে রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করা যাবে অথবা ব্যাটারিচালিত যানবাহন উচ্ছেদ করে অন্য গাড়ির ব্যবসা সুসংহত করা যাবে- তারা কখনোই সফল হবেন না। 

বরং এই পরিকল্পিত ষড়যন্ত্রের মধ্য দিয়ে শ্রমিকদের মধ্যে বিক্ষুধ্বতা বাড়বে এবং পরিস্থিতি আরো উত্তপ্ত হবে। ন্যায্য দাবিতে গড়ে ওঠা ব্যাটারিচালিত যানবাহনের অধিকারের এই আন্দোলনের বিরুদ্ধে ব্যবসায়িক ও প্রশাসনিক চক্রান্তের তীব্র নিন্দা জানাচ্ছি। অন্যথায় এই চক্রান্তের মধ্য দিয়ে কোন উত্তপ্ত পরিস্থিতি তৈরি হলে তার দায় প্রশাসনকেই নিতে হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ব্যাটারিচালিত রিক্সা-ভ্যান-ইজিবাইক সংগ্রাম পরিষদের সভাপতি দুলাল মল্লিক, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট জেলা শাখার দপ্তর সম্পাদক শহিদুল হাওলাদার, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মহানগর শাখার সভাপতি বিজন শিকদারসহ নেতৃবৃন্দ। 
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন