বরিশালে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন

বরিশালে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। রোববার সকাল ৯ টায় শহীদ আব্দুর রব সেরনিয়াবাত আউটার স্টেডিয়ামে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বরিশাল জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মঞ্জুরুল আহসান ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক ও বরিশাল জেলা ক্রীড়া সংস্থার সভাপতি শহিদুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনদীপ ঘরাই, প্রাইম ব্যাংক লিমিটেডের বরিশাল শাখার ভাইস প্রেসিডেন্ট সৈয়দ দেলোয়ার হোসেন।
এসময় খেলোয়ার, কোচ, ম্যানেজার ও বিভিন্ন অতিথিবৃন্দরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩-২০২৪ এর বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন।
পরে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত আউটার স্টেডিয়ামে বেলুন-ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম।
দুটি গ্রুপে সীমিত ওভার (একদিনের ম্যাচ) ফরমেটের এই প্রতিযোগীতায় জেলা ৮টি স্কুল অংশগ্রহন করবেন। উদ্বোধনী দিনে সরকারি জিলা স্কুল ও মহাবাজ মাধ্যমিক বিদ্যালয় ক্রিকেট দল পরস্পরের মোকাবেলা করে।
এর পূর্বে জেলা ক্রীড়া সংস্থা সভাপতি ও জেলা প্রশাসক শহিদুল ইসলাম বিভিন্ন স্কুলের ক্ষুদে ক্রিকেট খেলোয়ারদের সাথে করমর্দনের মাধ্যমে পরিচিত হয়।
এইচকেআর