বরিশাল জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা

বরিশালে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম।
সভায় সিভিল সার্জন ডা. মারিয়া হাসানসহ অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা, অন্যান্য দপ্তরের কর্মকর্তা ও প্রতিনিধি, পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য ও গণমাধ্যমকর্মীরা।
সভায় জেলা প্রশাসক শহিদুল ইসলাম বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়া এবং যথাসময়ে বিদ্যুৎ বিল পরিশোধের ব্যাপারে সচেষ্ট হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি সর্বজনীন পেনশন কর্মসূচির সেবাগ্রহণে সকলকে উৎসাহিত করতেও পরামর্শ দেন। সেই সাথে আগামী মার্চে আসন্ন জেলা প্রশাসক সম্মেলনের সম্ভাব্য আলোচ্য হিসেবে বরিশালের প্রেক্ষাপটে জনগুরুত্বপূর্ণ বিষয়াদি সম্পর্কে তথ্য, পরামর্শ ও প্রস্তাব জানাতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর প্রতি আহ্বান জানান।
পাশাপাশি বরিশালের ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে স্বীকৃতিপ্রাপ্তির যোগ্য পণ্যের বিষয়েও উপস্থিত সকলের মতামত কামনা করেন।
এসময়ে তিনি উপস্থিত আসন্ন একুশে ফেব্রুয়ারি শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত সকল সরকারি কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণের তাগিদ দেন।
এইচকেআর