আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ইস্যুতে বিএমপি কমিশনারের নির্দেশনা

প্রো-একটিভ পুলিশিং এর উপর গুরুত্বারোপ করে মামলা তদন্ত, ওয়ারেন্ট তামিলসহ আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ইস্যুতে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় দিক-নির্দেশনা দিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার জিহাদুল কবির।
রোববার বেলা ১১ টায় বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) সদরদপ্তর সম্মেলন মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ নির্দেশনা দেন তিনি। সভায় সভাপতিত্ব করেন বিএমপি কমিশনার জিহাদুল কবির।
সভার শুরুতে বিএমপি কমিশনার গত জানুয়ারি মাসের খাতওয়ারী অপরাধ বিবরণীর সাথে পূর্ববর্তী মাস এবং পূর্বের বছরের সংশ্লিষ্ট মাসের খাতওয়ারী অপরাধ চিত্রের তুলনামূলক পর্যালোচনা করে দিক-নির্দেশনা প্রদান করেন।
সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার হাসান শওকত আলী, উপ-পুলিশ কমিশনার নজরুল হোসেন, উপ-পুলিশ কমিশনার জাকির হোসেন মজুমদার, উপ পুলিশ কমিশনার আলী আশরাফ ভুঞা, উপ-পুলিশ কমিশনার এস এম তানভীর আরাফাত, উপ-পুলিশ কমিশনার খান মুহাম্মদ আবু নাসের।
এছাড়া সিআইডির প্রতিনিধি, শেবাচিম হাসপাতাল প্রতিনিধি, র্যাব-৮ এর প্রতিনিধি, পিবিআই, টুরিস্ট পুলিশ,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, এপিবিএন ও বিএমপি'র ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বিএমপি কমিশনার প্রো-একটিভ পুলিশিং এর উপর গুরুত্বারোপ করে মামলা তদন্ত, ওয়ারেন্ট তামিল, বি-রোল ইস্যু, সিডিএমএস ব্যবস্থাপনা, মাদক উদ্ধার, চুরি, দস্যুতা, ইভটিজিং, জঙ্গীবাদ, সাইবার ক্রাইম, বাল্য বিবাহ, কিশোর অপরাধ, পারিবারিক সহিংসতা, নারী ও শিশু নির্যাতন, ট্রাফিক ব্যবস্থাপনাসহ সমসাময়িক বিভিন্ন সমস্যা, আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ইস্যুতে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।
এর আগে রোববার সকাল ৯ টায় পুলিশ কমিশনার জিহাদুল কবিরের সভাপতিত্বে নগরীর রূপাতলী পুলিশ লাইন্স ড্রিল সেডে বিএমপি'র মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিএমপি'র বিভিন্ন সদস্যদের বিবিধ কল্যাণ সাধনে গত মাসের আবেদনের প্রেক্ষিতে গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন পর্যালোচনা করেন এবং চলতি মাসে বিভিন্ন সদস্যদের আবেদনের প্রেক্ষিতে বিভিন্ন কল্যাণমূলক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
পাশাপাশি গত মাসের পারফরম্যান্সের উপর ভিত্তি করে শ্রেষ্ঠ কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়। এছাড়া পুলিশ পরিদর্শক (সশস্ত্র) আব্দুস সালাম মল্লিক, এএসআই (সঃ) দেলোয়ার হোসেন, কনস্টেবল জাহাঙ্গীর হোসেন, কনস্টেবল ফারুক মিয়াদেরকে অবসরোত্তর বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।
এইচকেআর