বিআরইউতে অমর একুশ উপলক্ষে চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতা


বরিশাল রিপোর্টার্স ইউনিটি (বিআরইউ) এর আয়োজনে একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০ টায় সংগঠন কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। চিত্রাংকন প্রতিযোগিতায় শূন্য থেকে দশম শ্রেনি পর্যন্ত ৩টি দলে ভাগ হয়ে দেড় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহন করে।
এছাড়া কুইজে প্রথম থেকে দশম শ্রেনি পর্যন্ত ২টি গ্রুপে ভাগ হয়ে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহন করেন।
চিত্রাংকনে বিজয়ীদের আগামীকাল বুধবার বেলা ১১টায় পুরস্কার দেওয়া হবে। প্রতিযোগিতা শেষে "ভাষা আন্দোলনে বরিশাল" শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সোহেল মারুফ। বিআরইউর সভাপতি নজরুল বিশ্বাসের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি শুভংকর চক্রবর্তী, শিশু সংগঠক ও কবি নজমুল হোসেন আকাশ, বীর মুক্তিযোদ্ধা প্রদীপ কুমার ঘোষ পুতুল, এম এ জি কবির বুলু, পরিমল কুমার ঘোষ, মকবুল বেগ, কেশব চন্দ্র কর, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন।
রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সুশান্ত ঘোষ ও সাবেক সাধারণ সম্পাদক বাপ্পি মজুমদারের সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মিথুন সাহা।
এসময় উপস্থিত ছিলেন, রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি আনিসুর রহমান খান স্বপন, মোহাম্মদ আলী খান জসিম, সিনিয়র সাংবাদিক মুরাদ আহমেদ, বিধান সরকার, সাংবাদিক ইউনিয়ন বরিশালের সভাপতি সাইফুর রহমান মিরন, সাধারণ সম্পাদক ফিরদাউস সোহাগ, সহ-সভাপতি রাহাত খান, বরিশাল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন, রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি গাজী শাহ রিয়াজ, সাংবাদিক কাওসার হোসেন রানাসহ কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন নিউজ পোর্টালের সংবাদকর্মীরা।
এইচকেআর
