ঢাকা শনিবার, ০৯ নভেম্বর ২০২৪

Motobad news

বানারীপাড়ায় এসডিএফ'র বিশেষ মতবিনিময় সভা 

বানারীপাড়ায় এসডিএফ'র বিশেষ মতবিনিময় সভা 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

মঙ্গলবার বিকেল ৪ টায় সোস্যাল ডেভলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) আয়োজিত ব্রাক্ষ্মকাঠী জম্বুদীপ আদর্শ মৎসজীবী গ্রাম সংগঠনের উদ্যোগে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  

সভায় প্রধান অতিথি ছিলেন, মৎস অধিদপ্তরের অতিরিক্ত সচিব আব্দুল কায়উম। ইউএনও'র প্রতিনিধি উপজেলা সহকারী কমিশনার আবুজর ইজাজুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রকল্প পরিচালক জিয়া হায়দার চৌধুরী, ডেপুটি পরিচালক নৃপেন্দ্র নাথ বিশ্বাস, এসডিএফ জেলা সমন্বয়কারী সামিউল হক।  

প্রধান অতিথি মৎস্যজীবীদর উদ্দেশ্যে বলেন,  মৎস্যজীবীদের জীবনের মান উন্নয়নের চেষ্টা করতে হবে, প্রশিক্ষণ নিয়ে সে অভিজ্ঞতা কাজে লাগাতে হবে, জাটকা ধরা আইন মানতে হবে, কারণ সরকার এ জন্য ক্ষতিপূরণ দিচ্ছে। 

এছাড়া  উপজেলা মৎস্য কর্মকর্তা নাছির উদ্দিন, সাংবাদিক এস মিজানুল ইসলাম এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। 
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন