ঢাকা রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪

Motobad news

দক্ষিণ আইচায় নদীতে পড়ে বাবার মৃত্যু, ছেলে নিখোঁজ 

দক্ষিণ আইচায় নদীতে পড়ে বাবার মৃত্যু, ছেলে নিখোঁজ 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ভোলার চরফ্যাশনে মেঘনায় মাছ ধরতে গিয়ে নদীতে পড়ে বাবা সেলিম মিস্তিরি (৩৮) নামে এক জেলের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে ছেলে মিরাজ (৯) নামে শিশু সন্তান।

মঙ্গলবার দুপুর ১ টার দিকে দক্ষিণ আইচা থানাধীন ঢালচর ইউনিয়নের বয়ারচর নামক স্থানে এ দুর্ঘটনায় ঘটে।

তারা হলেন, দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়ন দক্ষিণ আইচা ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। 

স্থানীয়রা জানান, গতকাল সোমবার রাত আনুমানিক ১২ দিকে নিহত সেলিম মিস্তিরি তার ছেলেকে সহ ছোট্র একটা নৌকা নিয়ে মেঘনা নদীতে মাছ ধরতে যান।  মঙ্গলবার দুপুর ১২ টার দিকে  পাশ্ববর্তী জেলেরা সেলিম মিস্তিরির নৌকাটি ভাসমান অবস্থায় দেখে তারা নৌকার কাছে পৌঁছাইয়া নৌকায় কাউকে না দেখে অনেক খোজাখুজি করে নদীতে ফেলানো বালিয়া ধরার জাল টানলে জালের সাথে পেচানো অবস্থায় সেলিম মিস্তিরির মৃতদেহ উদ্ধার করেন তারা। তবে এখনো নিখোঁজ রয়েছে সেলিম মিস্তিরি ছেলে মিরাজ।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন