ঢাকা রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

Motobad news

ভাষা শহীদদের প্রতি বিআরটিএ পরিচালক’র শ্রদ্ধা নিবেদন

ভাষা শহীদদের প্রতি বিআরটিএ পরিচালক’র শ্রদ্ধা নিবেদন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ বেদীতে শ্রদ্ধা জানিয়েছে বরিশাল বিআরটিএ জেলা ও বিভাগীয় কার্যালয়ে কর্মরত কর্মকর্তারা। ‍একুশে ফেব্রুয়ারী প্রথম প্রহরে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন বিভাগীয় পরিচালক মো. জিয়াউর রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী পরিচালক মো. রোকুনুজ্জামান, সহকারী পরিচালক মো. শামসুল হক, মোটরযান পরিদর্শক দেবাশীষ বিশ্বাস, লাইসেন্স পরিদর্শক সৌরভ কুমার সাহা, অফিস সহকারী মো. আব্দুর রাজ্জাক, মো. রেদোয়ান আহমদ, আনসার সদস্য মো. ওয়াহিদুল ইসলামসহ অন্যান্যরা।

এ বিষয় জিয়াউর রহমান বলেন, বাংলা আমাদের মাতৃভাষা আর এই ভাষার জন্য রফিক, শফিক, সালাম,বরকতসহ যারা তাদের জীবন দিয়েছে তারা আমাদের সূর্য সন্তান। তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা মানে দেশ ও ভাষার প্রতি ভালোবাসা প্রকাশ। প্রতি বছরের ন্যায় এ বছরও ২১শে ফেব্রুয়ারীর প্রথম প্রহরে আমরা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছি এবং আগামীতেও এই ধরা অব্যাহত থাকবে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন