নানা আয়োজনে ইসলামী ব্যাংক হাসপাতালে ভাষা শহীদ দিবস পালন

আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস ও মহান ভাষা শহীদ দিবসে বরিশাল ইসলামী ব্যাংক হাসপাতালে ফ্রি ডায়াবেটিক চেকআপ ক্যাম্প, আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার সকাল ১০ টায় শুরু হয়ে দুপুর ১ টা পর্যন্ত হাসপাতাল কম্পাউন্ডে চলে এই অনুষ্ঠান। আলোচনা সভায় সভাপতিত্ব করেন হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডা. মো. ইসতিয়াক হোসেন।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাসপাতালের মার্কেটিং অফিসার আনিছুর রহমান। বক্তব্য রাখেন প্রশাসনিক কর্মকর্তা মাঈন উদ্দিন এবং প্রশাসনিক ইনচার্জ মুহাম্মদ আব্দুল কুদ্দুস। আলোচনা সভায় মূল বক্তব্য পেশ করেন হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডা. মো. ইসতিয়াক হোসেন।
একুশের কবিতা আবৃত্তি করেন ল্যাব ইনচার্জ ঈমাম হাসান। দোয়া মোনাজাত পরিচালনা করেন স্টোর ইনচার্জ মাও. অলিউর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিভাগীয় ইনচার্জ (আরসিসি) মো. মামুন-অর-রশিদ।
এর আগে শহীদ দিবস উপলক্ষে ফ্রি ডায়াবেটিক চেকআপ ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে কয়েক‘শ রোগী ফ্রি সেবা গ্রহণ করেন। ক্যাম্প পরিচালনা ও সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মার্কেটিং ইনচার্জ জাকির হোসেন, মার্কেটিং অফিসার আনিছুর রহমান, সহকারী অফিসার আনোয়ার হোসেন, ওয়ার্ড মাস্টার গোলাম আজম, এক্স-রে ইনচার্জ হাফিজুর রহমান, ওটি ইনচার্জ মোসা. লায়লা। এছাড়াও হাসপাতালের আরএমও, মেডিকেল অফিসারবৃন্দ সহ শতাধিক কর্মকর্তা কর্মচারী এসব অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
এইচকেআর