ঢাকা রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

Motobad news

আমি নির্বাচিত হলে বরিশাল সদরের উন্নয়ন অন্য উপজেলার মানুষ দেখতে আসবে - এসএম জাকির হোসেন 

আমি নির্বাচিত হলে বরিশাল সদরের উন্নয়ন অন্য উপজেলার মানুষ দেখতে আসবে - এসএম জাকির হোসেন 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী, মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন বলেছেন, ‘মানুষের জন্য কাজ করাও একটি ইবাদত। আমি বিগত দিনে চেষ্টা করেছি মানুষের সেবা করার, মানুষের জন্য কাজ করার। ভবিষ্যতেও সাধারণ মানুষের দোয়া এবং তাদের সাথে নিয়ে কাজ করতে চাই।’

বরিশাল সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়ন যুবলীগের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসএম জাকির হোসেন এ আশাবাদ ব্যক্ত করেন। ২১ ফেব্রুয়ারি এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা চেয়ারম্যান প্রার্থী বলেন, ‘আপনারা আমার পাশে থাকুন। ইনশাআল্লাহ, নির্বাচিত হতে পারলে আমি এবং আমাদের মাননীয় পানিসম্পদ প্রতিমন্ত্রী মিলে বরিশাল সদর উপজেলাকে উন্নয়নের ছোঁয়ায় বদলে দিবো। বরিশাল সদর উপজেলা হবে দেশের রোল মডেল। যা দেখতে অন্য উপজেলার মানুষ আমাদের উপজেলায় আসবে।’

এসএম জাকির হোসেন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। প্রত্যন্ত অঞ্চলে অনেক যুবক ঘরে বসে অনলাইনে কাজ করে ডলার ইনকাম করছে। এটি সম্ভব হয়েছে শুধুমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়ের কারণে। আমি নির্বাচিত হতে পারলে যুবকেরা কিভাবে ইন্টারনেট ব্যবহার করে বেশি বেশি উপার্জন করতে পারে সে বিষয়ে প্রশিক্ষণসহ নানাভাবে কাজ করবো, ইনশাআল্লাহ’।

মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বরিশাল সিটি করপোরেশনের ১৬ নম্বর ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক জুয়েল রাফি, সদর উপজেলা যুবলীগের শাহ্ পরান সুজন, চাঁদপুরা ইউনিয়ন যুবলীগের মো. আরিফ হাওলাদার, মো. বদিউল আলম, স্বপন বিশ্বাস, চাঁদপুরা ইউনিয়ন ছাত্রলীগের মো. টিটু প্রমুখ উপস্থিত ছিলেন।

অপরদিকে, একইদিন সন্ধ্যায় সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের কাগাশুরা বাজারে গণসংযোগ করেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী এসএম জাকির হোসেন। এসময় তিনি স্থানীয় ব্যবসায়ী, পথচারী এবং শ্রমজীবীসহ সকল শ্রেণিপেশার মানুষের কাছে সদর উপজেলার মানুষের খেদমত করার জন্য দোয়া কামনা করেন।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন