ঢাকা শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

Motobad news
শিরোনাম

বঙ্গবন্ধুর সমাধিতে পদোন্নতিপ্রাপ্ত ১৪ অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শকের শ্রদ্ধা

বঙ্গবন্ধুর সমাধিতে পদোন্নতিপ্রাপ্ত ১৪ অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শকের শ্রদ্ধা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা জানিয়েছেন পদোন্নতিপ্রাপ্ত ১৪ জন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক।

আজ শনিবার দুপুরে তারা টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে পরিবারের সদস্যদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে তারা বেদীর পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে শৃঙ্খল মুক্তির মহানায়কের প্রতি গভীর সম্মান প্রদর্শন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক খন্দকার লুৎফুল কবির, মোহাঃ আবদুল আলীম মাহমুদ, মোঃ মাসুদুর রহমান ভূঞা, মোঃ তওফিক মাহবুব চৌধুরী, এ কে এম শহিদুর রহমান, মোঃ ময়নুল ইসলাম, গোলাম কিবরিয়া, কৃষ্ণ পদ রায়, কুসুম দেওয়ান, বশির আহম্মদ, মোঃ আনোয়ার হোসেন, এ কে এম হাফিজ আক্তার, ড. খঃ মহিদ উদ্দিন, মোঃ আবদুল বাতেন বঙ্গবন্ধু সমাধি সৌধের প্রশাসনিক ভবনে যান।

সেখানে রক্ষিত পরিদর্শন বইতে পুলিশ কর্মকর্তারা মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

এ সময় উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মোঃ শাহিনুল ইসলাম, গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) লুৎফুল কবির চন্দন সহ অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দ।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ