ঢাকা রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

Motobad news

বরিশাল বিশ্ববিদ্যালয়ে সিমফিউশন সিমফেস্ট প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড শুরু

বরিশাল বিশ্ববিদ্যালয়ে সিমফিউশন সিমফেস্ট প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড শুরু
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশাল বিশ্ববিদ্যালয়ে সিমফিউশন সিমফেস্ট ২.০ এর ফাইনাল রাউন্ড শুরু হয়েছে। বুধবার সকাল ১০টায় প্রতিযোগিতার উদ্বোধন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। 

বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের পৃষ্ঠপোষকতায় ক্যাম্পাসের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রসায়ন বিভাগের চেয়ারম্যান ড. হালিমা বেগম। অনুষ্ঠানে রসায়ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, প্রতিযোগিতার বিভিন্ন সেক্টরের প্রতিযোগী ও বিচারকগণ উপস্থিত ছিলেন।

দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রঙের প্রাচুর্য থেকে তুষারকনার সৌন্দর্য, ঘোলাটে বা রঙিন ইমালশন হতে সোডিয়ামের সোনালী-হলুদ শিখা আমাদের চারপাশের সবকিছুই রসায়নের সৌন্দর্যকে ফুটিয়ে তোলে। 

এই সৌন্দর্যকে অবোলৌকন এবং সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য গঠিত হয় সিমফিউশন। ২০২২ সালে প্রথমবারের মতো আমেরিকান কেমিক্যাল সোসাইটির (এসিএস) সহযোগিতায় সিমফিউশন আয়োজন করে সিমফিউশন ইন্টারন্যাশনাল সিমফেস্ট-২০২২। এই ধারাবাহিকতায় এবার সিমফিউশন প্রতিযোগিতার আয়োজন করা হয়। 


 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন