উজিরপুরে সংসদ সদস্য রাশেদ খান মেননকে ফুলেল শুভেচ্ছা

বৃহস্পতিবার সন্ধ্যায় নব নির্বাচিত সংসদ সদস্য রাশেদ খান মেননের বাড়িতে শিকারপুর গঙ্গা গোবিন্দ (জি,জি) মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও শিক্ষকবৃন্দ উপস্থিত হয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি তাকে আগামী ৯ ও ১০ মার্চ বিদ্যালয়ের ১০৫ তম বার্ষিক ক্রিয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অথিতির দাওয়াত কার্ড দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ বাদল, শিকারপুর গঙ্গা গোবিন্দ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সৈয়দ জাহিদ আলম, প্রধান শিক্ষক সেলিনা সুলতানা, অভিভাবক সদস্য জিয়াউল খান, সিনিয়র সহকারী শিক্ষক মো. দেলোয়ার হোসেন, সহকারী শিক্ষক মো. জুয়েল মল্লিক, উজিরপুর শেরে বাংলা বালিকা বিদ্যালয় প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান, উজিরপুর উপজেলা ওয়ার্কাস পার্টির সাংগঠনিক সম্পাদক মো. করিম খান,সাংবাদিক মো. রহিম সরদারসহ আরো অনেকে।
এইচকেআর