ঢাকা রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

Motobad news

বরিশালে বিমা দিবস পালিত

বরিশালে বিমা দিবস পালিত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

জাতীয় বিমা দিবস উপলক্ষে বরিশালে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘করবো বিমা গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ স্লোগান নিয়ে শুক্রবার সকাল ১১টায় নগরীর বঙ্গবন্ধু উদ্যান থেকে একটি র‌্যালি বের হয়। 

র‌্যালিটি জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। এ সময় ফেস্টুন ও বেলুন উড়িয়ে দিবসটি উদযাপন করা হয়। 

পরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনদীপ ঘরাই’র সভাপতিত্বে শিল্পকলা একাডেমিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় পপুলার লাইফ ইন্স্যুরেন্সের পরিচালক মো. মাসুদ রানা মাসুদ, জীবন বিমা কর্পোরেশনের ডেপুটি জেনারেল ম্যানেজার গৌতম কুমার সাহা, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানির এ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোরশেদুল আলম চৌধুরী ও জনবিমার এরিয়া ইনচার্জ আবু সালেহসহ অন্যরা উপস্থিত ছিলেন। সভায় ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের মেয়াদ উত্তরণ দাবির ৩ লাখ টাকার চেক সুবিধাভোগীদের মাঝে প্রদান করা হয়। 


 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন