ঢাকা রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

Motobad news

চলন্ত বাস থেকে যাত্রী ফেলে দেওয়ার ঘটনায় মামলা

চলন্ত বাস থেকে যাত্রী ফেলে দেওয়ার ঘটনায় মামলা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলায় চলন্ত বাস থেকে সৌদি প্রবাসী যাত্রী কালু সরদারকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার ঘটনায় মামলা হয়েছে। কালুর শ্যালক সাইদুল ইসলাম বাদী হয়ে শনিবার গৌরনদী থানায় অভিযুক্ত বেপারী পরিবহনের বাস চালক, সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে এই মামলা দায়ের করেন। 

মামলার বাদী মো. সাইদুল ইসলাম জানান, গত বৃহস্পতিবার বিকেলে তারা ৩ জন বরিশালের নথুল্লাবাদ কেন্দ্রিয় বাস টার্মিনাল থেকে বেপারী পরিবহনের একটি বাসে গৌরনদী যাচ্ছিলেন। বাসে ভাড়া নিয়ে তাদের সঙ্গে সুপারভাইজার ও হেলপারের বাদানুবাদ এবং হাতাহাতি হয়। একপর্যায়ে বাসটি কটকস্থল এলাকা অতিক্রমকালে ভগ্নিপতি কালু সরদারকে হেলপার ধাক্কা দিয়ে ফেলে দেয়। 

পরে তাদের ২ জনকে ভূরঘাটা কাউন্টারে নামিয়ে দেয় তারা। গুরুতর অবস্থায় কালু সরদারকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় গৌরনদী থানায় মামলা দায়ের করেন তিনি। 

গৌরনদী থানার ওসি মো. আনোয়ার হোসেন মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, মামলার অভিযোগ তদন্ত করবে হাইওয়ে থানা পুলিশ।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন