উজিরপুরে কুড়লিয়া খ্রিষ্টান পাড়া আত্মিক সভায় ভাংচুর

উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের পশ্চিম কুড়লিয়া খ্রীষ্টীয়ান পাড়া এলাকায় খ্রিস্টানদের ধর্মীয় অনুষ্ঠান বানচাল করতে রাতের আধারে দুর্বৃত্তরা ভাংচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সুত্রে জানা যায়, গতকাল শুক্রবার রাতে কুড়লিয়া সেবক পাগলা সমিতির ১৫ তম বাৎসরিক আত্মিক সভার আয়োজন করা হয়। রাত ১১ টার দিকে দুর্বৃত্তরা পটকা-বাজি ফুটিয়ে ভাংচুর চালায়।
কুড়লিয়া পাগলা সমিতির সভাপতি অমল বাড়ৈ ও সাধারণ সম্পাদক সন্টু বাড়ৈ জানান, শুক্রবার রাতের আঁধারে সন্ত্রাসীরা অনুষ্ঠান বানচাল করার জন্য বোমাবাজি ও অনুষ্ঠানের গেট ভাংচুর করেছে।
এ ব্যাপারে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ জাফর আহম্মেদ জানান সংবাদ পেয়ে এসআই আলমগীর হোসেনকে ঘটনাস্থলে পাঠিয়েছি। এখনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
এইচকেআর