শিক্ষকদের ক্লাসে পাঠদান নিশ্চিত করতে হবে: রাশেদ খান মেনন

সংসদ সদস্য ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সভাপতি কমরেড রাশেদ খান মেনন বলেছেন, শিক্ষকদের ক্লাসে পাঠদান নিশ্চিত করতে হবে, শিক্ষার্থীরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে আগামীর স্মার্ট বাংলাদেশ গড়বে।
শনিবার দুপুর ১২ টায় উজিরপুর আলহাজ বিএন খান ডিগ্রী কলেজের বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠান পুরুস্কার বিতরণ ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন, সাবেক এমপি বেগম লুৎফুন নেছা, উজিরপুর উপজেলা চেয়ারম্যান আব্দুল মজিদ শিকদার বাচ্চু।
এছাড়া সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উজিরপুর পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন বেপারী, উপজেলা ভাইস চেয়ারম্যান অপুর্ব কুমার বাইন রন্টু, সিমা রানী শিল, উজিরপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি এস এম জামাল হোসেন, সহ সভাপতি অশোক কুমার হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন শিপু, শহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত হোসেন, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ জাফর আহমেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন শাহা, সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা নাজিমউদ্দিনসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।
এসময় আলহাজ্ব বিএন খান ডিগ্রী কলেজ থেকে মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থী মেধাবী মুমতাজুল করিম সাজিদ ও নেকি হায়দারকে সংবর্ধনা দেয়া হয়।
পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায়, উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন কার্যালয় কতৃর্ক আয়োজিত জাতীয় ভোটার দিবসের এবং মহিলা কলেজের সম্প্রসারিত একাডেমিক নতুন ভবনের উদ্বোধন করেন সংসদ সদস্য রাশেদ খান মেনন।
এইচকেআর